মুম্বই: বলিউড অভিনেতা রণবীর সিংহ জানেন কীভাবে দর্শকদের তাঁর দিকে আকৃষ্ট করে রাখতে হয়। সম্প্রতি তিনি সুইৎজারল্যান্ডে গিয়ে ১৯৯৩ সালের জনপ্রিয় ছবি ‘ডর’-এর ‘তু মেরে সামনে’ ফের নতুন করে দর্শকদের উপহার দিলেন। মনে করিয়ে দিলেন দর্শকের স্মৃতিতে ফিকে হয়ে যাওয়া শাহরুখ খান-জুহি চাওলা অভিনীত সেই ছবিকে।




এইমুহূর্তে লম্বা ছুটিতে সুইৎজারল্যান্ডে রয়েছেন রণবীর। তখনই তাঁর হঠাত্ করে মনে হয় সুইৎজারল্যান্ডকে ভারতীয়রা, বা বলিউড মূলত মনে রাখবে এখানকার বরফে ঢাকা পাহাড়ের জন্যে। এছাড়া শাহরুখের তাঁর নায়িকাদের সঙ্গে আল্পসে রোম্যান্স করার বিষয়টাও উল্লেখযোগ্য। তাই তিনি আল্পসে ফের শাহরুখের জনপ্রিয় ছবি ‘ডর’-এর গান দিয়ে নতুন করে ম্যাজিক সৃষ্টি করার চেষ্টা করেছেন।

আর দর্শক যদি পুরনো গানটাও একবার দেখে নিতে চান, তাহলে তাও রইল তাঁদের জন্যে