মুম্বই: দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহের সম্পর্ক দীর্ঘদিনের। তাঁরা প্রকাশ্যেই এ কথা স্বীকার করেছেন, এমনকী কফি উইথ কর্ণ-এ এসে রণবীর সোজাসুজি জানিয়েছেন, তিনি দীপিকাকে বিয়ে করতে চান। কিন্তু রণবীর-দীপিকাকে প্রকাশ্যে একসঙ্গে এখন বেশ কিছুদিন দেখা নাও যেতে পারে।
কারণ ‘পদ্মাবতী’-র শ্যুটিং। কড়া পরিচালক সঞ্জয় লীলা বনশালী রণবীরকে নির্দেশ দিয়েছেন, জনসমক্ষে এখন কোনওমতেই বার হওয়া চলবে না। বলিউডের বাজিরাও এক কথায় রাজিও হয়েছেন তাতে। ফলে এখন বেশ কিছুদিন রণবীরকে প্রকাশ্যে হইহই করতে দেখা যাবে না, দীপিকার হাত ধরে ছবি তোলাও একদম বন্ধ।
কিছুদিন আগে শোনা যাচ্ছিল, দীপিকা-রণবীরের ব্রেকআপ হয়ে গেছে। সে খবর উড়িয়ে দিয়ে একসঙ্গে প্রকাশ্যে আসেন দুজনে, একসঙ্গেই দুবাই যান ম্যান অ্যান্ড ওম্যান অফ দ্য ইয়ার পুরস্কার নিতে। কিন্তু বনশালী কড়া মাস্টারমশাই। তাঁর শাসনে দীপিকা-রণবীরের ভক্তদের দর্শন দেওয়া আপাতত শিকেয় তোলা রইল।
অবশ্য ঘরবন্দি রণবীর ‘পদ্মাবতী’-র জন্য প্রস্তুতি নিতে ত্রুটি করছেন না। ইতিহাস বই ঘেঁটে আলাউদ্দিন খিলজির নারীলোলুপ চরিত্র বোঝার চেষ্টা করছেন তিনি। একইসঙ্গে অন্যান্য বই পড়ে বুঝতে চাইছেন, হিটলার সহ অন্যান্য একনায়কদের আচরণ কেমন ছিল।
‘পদ্মাবতী’-তে রণবীর আলাউদ্দিনের ভূমিকায় রয়েছেন। দীপিকা রানি পদ্মিনীর চরিত্রে। শাহিদ কপূর করবেন পদ্মিনীর স্বামী রাজা রতন রাওয়াল সিংহের চরিত্র।
দীপিকার কাছ থেকে ‘ছুটি’ নিচ্ছেন রণবীর?
ABP Ananda, Web Desk
Updated at:
02 Dec 2016 12:13 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -