কোচি: এক অভিনেত্রী ধর্ষণ মামলায় ১২ ঘণ্টার বেশি জেরা করা হল মালয়ালম ছবির অন্যতম সেরা নায়ক দিলীপকে। আর এক অভিনেতা নাদিরশাকেও একইসঙ্গে জেরা করা হয়েছে। দিলীপের ম্যানেজার আপ্পুনিও জেরার মুখোমুখি হয়েছেন।

গতকাল বেলা সাড়ে বারোটা নাগাদ স্থানীয় আলুভা পুলিশ ক্লাবে পৌঁছন দিলীপ ও নাদিরশা। রাত একটা পর্যন্ত তাঁদের জেরা করা হয়। তারপর বাড়ি পেরেন তাঁরা। দিলীপ দাবি করেছেন, এই মামলায় গঠিত এসআইটিকে বিশদ বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছে।

দিলীপের আশা, শিগগিরই সত্য ঘটনা প্রকাশ্যে আসবে।

ওই অভিনেত্রী অপহরণ ও ধর্ষণ মামলার তদন্ত করার পাশাপাশি ঘটনার মূল অভিযুক্ত পালসার সুনি দিলীপকে ব্ল্যাকমেল করছে বলে যে অভিযোগ, তারও তদন্ত করছে পুলিশ।

দিলীপের অভিযোগ, তাঁকে ব্ল্যাকমেল করে দেড়কোটি টাকা আদায়ের চেষ্টা করছে সুনি নামে ওই ব্যক্তি। এ জন্য বিষ্ণু নামে তার সঙ্গে এক সময় জেল খাটা একজনের সঙ্গে যোগাযোগ করেছে সে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক তদন্ত করা হচ্ছে, চক্রান্তের যে অভিযোগ উঠেছে, তা বিশেষ করে জায়গা পেয়েছে তদন্তে। এ বিষয়ে আরও স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য ওই অভিনেতাদের জেরা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আলাদা আলাদা ঘরে তিনজনেরই জিজ্ঞাসাবাদ হয়েছে, পরে বিবৃতি একে অপরের সঙ্গে মিলছে কিনা দেখতে আবার জেরা করা হবে।