Samay Raina: বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না কমেডিয়ান সময় রায়নার। তবে এবার এই ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কনটেন্ট ক্রিয়েটরের সমর্থনে গলা ফাটালেন আরেক পারফর্মার। র‍্যাপার বাদশা সম্প্রতি তাঁর একটি লাইভ শো থেকে সময়ের সমর্থনে কথা বলেছেন। গুজরাটের ভদোদরায় পারুল ইউনিভার্সিটিতে শো ছিল বাদশার। সেখানেই শো- এর শেষে র‍্যাপারকে বলতে শোনা গিয়েছে 'ফ্রি সময় রায়না'। সেই সময় দর্শকদের তরফ থেকেও ভেসে এসেছিল সমর্থন। 

তবে প্রথমে বাদশার শো- এর ওই অংশে ভিডিও এক্স মাধ্যমে দেখা গেলেও এখন আর তা নেই। আচমকা এই ভিডিও কেন সরে গেল, কারাই বা এর পিছনে রয়েছেন, সেই প্রসঙ্গে স্পষ্টভাবে কিছু জানা যায়নি এখনও। প্রসঙ্গত উল্লেখ্য, সময় রায়নার যে শো নিয়ে এত বিতর্ক হচ্ছে সেখানে একবার অতিথি হিসেবে হাজির ছিলেন বাদশাও। এছাড়াও বাদশা, সময় এবং আরেক র‍্যাপার রফতার একসঙ্গে একটি গানের শ্যুটিংও করেছিলেন আগে। 

সোশ্যাল মিডিয়ার সব মাধ্যমে বিতর্কের নতুন নাম India's Got Latent, যা ইউটিউবে সঞ্চালনা করতেন কমেডিয়ান সময় রায়না। এই শো- এর একটি এপিসোডে হাজির ছিলেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। এক প্রতিযোগীর সঙ্গে কথোপকথনের সময় আপত্তিকর কিছু কথা বলেন রণবীর। সেই ভিডিও ক্লিপিং নিমেষে ভাইরাল হয়ে যায়। আর তারপরই শুরু হয় বিতর্কের ঝড়। বিগত কয়েক সপ্তাহ ধরে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন রণবীর এবং সময়। যদিও ওই এপিসোডে সময় রায়নাকে কোনও আপত্তিকর কথা বলতে শোনা যায়নি। 

কিন্তু তার জেরে বিতর্ক, সমালোচনা একটুও কমেনি। রণবীর এলাহাবাদিয়ার পাশাপাশি মহারাষ্ট্র সাইবার সেল- এর সমন পেয়েছেন সময় রায়নাও। আপাতত আমেরিকায় শো করতে গিয়েছেন সময়। এদিকে আজ তাঁকে সশরীরে হাজিরা দিতে বলেছে মহারাষ্ট্রের সাইবার সেল। সময় ভিডিও কনফারেন্সের হাজিরার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তা খারিজ হয়ে গিয়েছে। অন্যদিকে উল্লেখ্য, সময় তা৬র শো India's Got Latent- এর যাবতীয় ভিডিও সরিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। 

ইউটিউবে সময় রায়নার শো India's Got Latent- এ এসে কী বলেছিলেন রণবীর এলাহাবাদিয়া 

এই শো- তে আসা এক প্রতিযোগীকে রণবীর জিজ্ঞেস করেছেন, “Watch your parents have sex every day for the rest of your life. Or would you join in once and stop it forever?" এই ভিডিও ক্লিপিং ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ার সমস্ত মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। তীব্র কটাক্ষের শিকার হয়েছেন রণবীর, সময় এবং এই শো- এর যুক্ত আরও অনেকেই।