কলকাতা: চলতি বছরের ঈদে প্রথামাফিক তাঁর কোনও ছবি প্রকাশ্যে আসেনি। তবে এসেছিল ছবির ঘোষণা। সলমন খান (Salman Khan) জানিয়েছিলেন, আগামী বছর তাঁর নতুন ছবি আসবে। নাম 'সিকন্দর' (Sikandar)। তবে সলমন ছাড়া আর কোনও কাস্টের নাম প্রকাশ্যে আসেনি তখনও। কিন্তু সদ্য প্রকাশ্যে এল, সলমনের বিপরীতে যে নায়িকা অভিনয় করবেন তাঁর নাম। আর সেখানেও চমক কিছু কম নেই। শোনা যাচ্ছে, সলমনের বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)-কে। 


আজ, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিয়ে, এই জল্পনায় শিলমোহর দিয়েছেন রশ্মিকা নিজেই। সলমন খানের সঙ্গে একটি ছবি কোলাজ ইনস্টাগ্রাম স্টেটাসে শেয়ার করে নিয়ে রশ্মিকা লিখেছেন, 'আপনারা অনেকদিন থেকে জানতে চাইছিলেন না কী চমক আসতে চলেছে? এটাই তো চমক। সিকন্দর ছবিটার অংশ হতে পেরে ভীষণ ভাল লাগছে।' ‘গজনি’- খ্যাত দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের (A R Murugadoss) পরিচালনায় এই সিনেমায় কাজ করছেন সলমন খান। এ আর মুরুগাদসের সঙ্গে এটাই প্রথম কাজ তাঁর। অন্যদিকে রশ্মিকার সঙ্গেও জুটি হিসেবে এই প্রথম কাজ করবেন সলমন। 


দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে এসে বলিউডেও নিজের জায়গা পাকা করে ফেলেছেন রশ্মিকা। 'পুষ্পা-দ্য রাইস' (Pushpa-The Rise) ছবিতে শ্রীভল্লীর চরিত্রে নডর কেড়েছিলেন রশ্মিকা। 'পুষ্পা -দ্য রুল' (Pushpa -The Rule) ছবিতেও রয়েছেন রশ্মিকা। এছাড়াও অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) মতো তারকাদের সঙ্গে কাজ করে ফেলেছেন রশ্মিকা। সলমন ও রশ্মিকাকে আগেও পর্দা ভাগ করে নিতে দেখা গিয়েছিল তবে তা সিনেমায় নয়। বিগ বস ১৬-এ অতিথি হিসেবে এসেছিলেন রশ্মিকা। আর সেই শো -এর সঞ্চালক হিসেবে ছিলেন সলমন। প্রসঙ্গত, সলমন ও রশ্মিকার বয়সের পার্থক্য যথেষ্ট। রশ্মিকার বয়স মাত্র ২৮ বছর, অন্যদিকে সলমনের বয়স ৫৮ বছর। প্রায় ৩০ বছরের বয়সের পার্থক্য তাঁদের।


 



 


আরও পড়ুন: Indraneil on Feluda: অভিনয় একটা দুর্ভাগ্যজনক পেশা, অভিনেতাকে যে কেউ, যা-তা বলতে পারে: ইন্দ্রনীল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।