কলকাতা: আজ রথযাত্রা। বাস্তবজীবনের পাশাপাশি উৎসবের ছোঁয়া লাগল ছোটপর্দাতেও। ধারাবাহিক 'কৃষ্ণকলি', 'অপরাজিতা অপু' আর 'মিঠাই'-এর গল্পে সম্প্রচারিত হল বিশেষ পর্ব। সেটেই উৎসবের আনন্দে মাতলেন তারকারা। 


কোভিড সতর্কতায় এবারও ছন্দহীন  পুরীর রথ। ভক্তশূন্যকার্যত ফাঁকা রাস্তায় গড়ায় রথের চাকা। প্রথা মেনে যাবতীয় আচার পালন হলেও, চেনা ছন্দ দেখা গেল না নীলাচলে। নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ।ঝকঝকে রোদ্দুর। বঙ্গোপাসাগরের ভেজা বাতাস ছুঁয়ে যাচ্ছে শরীর। প্রকৃতি সমস্ত আয়োজন করে রাখলেও করোনাকালে অচেনা ছবি পুরীর। দুনিয়ার নজর কাড়ত পুরীর রথের বিপুল ভক্ত সমাগম। তিল ধারনের ঠাঁই থাকত না। একবার রথের রশি ছোঁওয়ার জন্য ভক্তদের মধ্যে পড়ে যেত হুড়োহুড়ি। কিন্তু করোনা আবহে সেই রঙিন ক্যানভাসে এখন শুধুই শূন্যতা!


তবে বিষন্ন রইল না ছোটপর্দার ক্যানভাস। চিত্রনাট্য মেনে নিখিলের শুভকামনায় পরিবারে রথযাত্রায় বিশেষ পুজোর আয়োজন করলেন পর্দার শ্যামা। পরিবারের সবাইকে নিয়ে আনন্দে মাতলেন। শ্যুটিং সেটেও যেন খুশির আমেজ, কাজের মধ্যেই উৎসব পালন করলেন তারকারা।


অন্যদিকে রথযাত্রায় উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মধ্যে বিবাদ মেটালেন 'অপরাজিতা অপু' ধারাবাহিকের নায়িকা অপু ওপফে পর্দার অপরাজিতা। আউটডোর শ্যুটিং, সাজানো রথ, খুশির আমেজ সেট জুড়ে। সম্প্রচারিত হল ১ ঘণ্টার বিশেষ এপিসোড।


গল্পের মোড় ঘুরল রথযাত্রার উৎসবকে ঘিরে। মিঠাই ধারাবাহিকে চমক রইল রথযাত্রার দিন। রথযাত্রা পালিত হল মোদক বাড়িতেও। সেখানেই পরিবারের কর্তা রুদ্র-র সঙ্গে ফের মিঠাইয়ের বিয়ের কথা ঘোষণা করলেন। সঙ্গে সঙ্গে ‘দাদাই’-এর কথার তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের স্ত্রী হিসেবে মিঠাইকে আরও এক বার সবার সামনে স্বীকার করলেন সিদ্ধার্থ। তারপর? উত্তর লুকিয়ে ধারাবাহিকের বিশেষ পর্বে।


শুধু তাই নয়, গোটা দিন ধরেই রইল রথযাত্রার বিশেষ উৎসব। দেখানো হল রথযাত্রার সরাসরি সম্প্রচারও। আলোচনায় অংশ নিয়েছেন ইমন চক্রবর্তী অঙ্কিতা, সমদীপ্ত, দুর্নিবার এবং অর্ক। সব মিলিয়ে রথযাত্রার উৎসবে মাতোয়ারা ছোটপর্দা।