মুম্বই: ধর্মীয় কারণ দেখিয়ে বলিউড ছাড়ার কথা ঘোষণা করায় জায়রা ওয়াসিমের সমালোচনা করলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। তাঁর ট্যুইট, ‘দু’টি ছবিতে অভিনয় করেই কেউ যদি ইন্ডাস্ট্রির প্রতি অকৃতজ্ঞ হয়, তাতে কিছু যায় আসে না। ইন্ডাস্ট্রিই সবকিছু দিয়েছে। ও সম্মানজনকভাবে বিদায় নিতে পারত এবং পশ্চাদমুখী মতামত নিজের কাছেই রাখতে পারত।’



রবিনা আরও লিখেছেন, ‘আমি ইন্ডাস্ট্রির পাশে আছি। এখানে সবাইকে সুযোগ দেওয়া হয়। যে কোনও কারণে সরে যাওয়া তোমার ইচ্ছার উপর নির্ভর করছে। তার জন্য তুমি কাউকে হেয় করতে পারো না। ইন্ডাস্ট্রিতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। এখানে জাত, ধর্মের ভিত্তিতে কাউকে দেখা হয় না। আমি ওর (জায়রা) সরে যাওয়ার সিদ্ধান্তকে সম্মান জানাই। তবে ও সম্মানজনকভাবে বিদায় নিতে পারত। আধ্যাত্মবাদ খুঁজে পাওয়া ভাল, তবে তার জন্য অন্যদের হেয় করা যায় না। ইন্ডাস্ট্রিতে কোনও মেয়ের সঙ্গে খারাপ কিছু হলে আমিই সবার আগে প্রতিবাদ জানাই।’