লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হারের পর বিরাট কোহলিদের খেলোয়াড়ি মানসিকতা নেই বলে দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস। তাঁর ট্যুইট, ‘কে কী, সেটা আসল কথা নয়। তার কাজই নির্ধারণ করে দেয় সে কেমন। পাকিস্তান সেমিফাইনালে যেতে পারল কি না, সেটা নিয়ে আমি চিন্তিত নই। তবে একটি বিষয়ে আমি নিশ্চিত, কিছু চ্যাম্পিয়নের খেলোয়াড়ি মানসিকতা পরীক্ষার মুখে পড়েছিল। তাতে তারা ব্যর্থ হয়েছে।’



গতকাল ভারতীয় দল জিতলে পাকিস্তানের সুবিধা হত। কিন্তু এই ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। এরপরেই ভারতীয় দলকে আক্রমণ করেছেন ওয়াকার। এই ম্যাচের আগেই পাকিস্তানের দুই প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি ও সিকন্দর বখত দাবি করেন, সরফরাজ আহমেদের দল যাতে বিশ্বকাপ থেকে ছিটকে যায়, সেটা নিশ্চিত করতে ইংল্যান্ডের কাছে ইচ্ছাকৃতভাবে হেরে যাবে ভারতীয় দল। ঘটনাচক্রে ভারতীয় দল হেরে গিয়েছে। এরপরেই বিরাটদের উদ্দেশে পাকিস্তান থেকে আক্রমণ ধেয়ে আসছে।