বার্মিংহ্যাম: শিখর ধবনের পর বিজয় শঙ্কর। ফের চোট পেয়ে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আরও এক ভারতীয় ক্রিকেটার। পায়ের বুড়ো আঙুলে চোট পাওয়ায় বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না বিজয়। তাঁর পরিবর্ত হিসেবে দলে সুযোগ পেতে পারেন ময়ঙ্ক অগ্রবাল।
বিসিসিআই-এর কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘জসপ্রীত বুমরাহর বলে ফের পায়ের বুড়ো আঙুলে চোট পেয়েছে বিজয়। ওর চোটের অবস্থা ভাল নয়। ও আর চলতি বিশ্বকাপে খেলতে পারবে না। ও দেশে ফিরে যাচ্ছে। ময়ঙ্ক অগ্রবাল ওপেনার হওয়ায় পরিবর্ত হিসেবে ওকেই চাইতে পারে টিম ম্যানেজমেন্ট। ঋষভ পন্থ যদি আগামী দু’টি ম্যাচে রান না পায়, তাহলে লোকেশ রাহুলকে ফের চার নম্বরে ব্যাট করতে পাঠাতে পারে দল।’
গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় ময়ঙ্কের। তবে তিনি এখনও একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। আইসিসি-র টুর্নামেন্ট টেকনিক্যাল কমিটি বিজয়ের পরিবর্ত হিসেবে ময়ঙ্কের নাম অনুমোদন করলেই দলের সঙ্গে যোগ দিতে পারেন কর্ণাটকের এই ক্রিকেটার।
পায়ের বুড়ো আঙুলে চোট, বিশ্বকাপের বাইরে বিজয় শঙ্কর, পরিবর্তে সুযোগ পেতে পারেন ময়ঙ্ক অগ্রবাল
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jul 2019 01:59 PM (IST)
গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় ময়ঙ্কের। তবে তিনি এখনও একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -