ওই জনপ্রিয় গানের রিমেক নিয়ে একটি ট্যুইট করেছিলেন অক্ষয় কুমার। ওই ট্যুইটে অবশ্য রবিনা ট্যান্ডনের নাম উল্লেখ করেননি তিনি।
অক্ষয় বলেছিলেন, ‘টিপ টিপ বরষা পানি’ গানের রিমেক অন্য কোনও অভিনেতা করলে নিশ্চিতভাবেই হতাশ হতাম। কারণ, আমার সঙ্গে এবং আমার কেরিয়ারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে এই গান। রতন জৈন জীকে যতই ধন্যবাদ দিই না কেন, তা যথেষ্ট হবে না।
অক্ষয়ের এই ট্যুইট সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ ভালোভাবে নেননি। সহ অভিনেত্রী রবিনা ট্যান্ডনের নাম উল্লেখ না করায় তাঁরা অক্ষয়ের সমালোচনা করেন।
‘টিপ টিপ বরষা পানি’ সংক্রান্ত ট্যুইটে অক্ষয়ের তাঁর নাম উল্লেখ না করা নিয়ে প্রশ্ন করা হলে রবিনা বলেছেন, তিনি ওই ট্যুইটের কথা শোনেননি বা ট্যুইটটি দেখেনও নি। রবিনা আরও বলেছেন, তিনি রিমিক্স পছন্দ করেন। টিপ টিপ বরষা পানি-র ভালো মানের সংস্করণ হলে ভালো লাগবে।
সূর্যবংশী সিনেমা আগামী বছরের ২৭ মার্চ মুক্তি পাবে। টিপ টিপ বরষা পানি-র রিমেকের শ্যুটিং সম্পূর্ণ করেছেন ক্যাটরিনা কাইফ ও অক্ষয় কুমার।