মুম্বই: বলিউডে প্রায় এক দশক অন্যতম প্রধান অভিনেত্রী ছিলেন রবিনা ত্যান্ডন। কিন্তু তাঁর মেয়ে রবিনা যে কখনও অভিনেত্রী হতে পারেন তা ভাবতেও পারেননি প্রযোজক রবি ত্যান্ডন। নব্বইয়ের দশক থেকে ২০০০ পর্যন্ত অভিনয় প্রতিভায় দর্শকদের মন জয় করে নেওয়া অভিনেত্রী নিজেই এ কথা জানিয়েছেন।
রবিনা বলেছেন, তিনি যে কখনও অভিনেত্রী হতে পারেন, তা মনে করতে পারতেন না তাঁর বাবা। কারণ, রবিনা কখনও অভিনয় ও নৃত্য সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেননি।
মঙ্গলবার মুম্বইতে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে রবিনা বলেন, আমি যে অভিনয় জগতে আসতে পারি, তা আমার বাবা বিশ্বাস করতেন না। কারণ, সিনেমায় নামার আগে আমি কখনও অভিনয় বা নাচের ক্লাসে যাইনি। স্কুলের পড়াশোনা শেষ করার পরই আমি ক্যামেরার মুখোমুখি হয়েছিল। এজন্য শুরুতে কিছুটা ঘামড়ে গিয়েছিলাম। তবে তা ছিল ভালো লাগার মুহূর্ত।