কলকাতা: এবার নেটফ্লিক্সে আসছে সত্যজিৎ রায়ের ম্যাজিক! সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে তৈরি সিরিজ 'রে' মুক্তি পেতে চলেছে জুন মাসের ১৫  তারিখে। আজ নিজেদের ট্যুইটারে এই সিরিজের একটি ঝলক শেয়ার করে মুক্তির দিন ঘোষণা করেছেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ।


 সত্যজিৎ রায়ের লেখা ৪টি ছোটগল্প অনুসারে তৈরি হবে অ্যান্থ্রোলজি সিরি‌জ 'রে'। প্রেম, লোভ, বিশ্বাসঘাতকতা এবং সত্য ঘটনা, মানুষের জীবনের জীবনের বিভিন্ন সমীকরণের গল্প বলবে 'রে'। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন, অভিষেক চৌবে, ভাষাণ বালা এবং সৃজিত মুখোপাধ্য়ায়। নেটফ্লিক্সে এটাই প্রথম কাজ সৃজিতের।


চারটি গল্পের দুটির পরিচালনা করেছেন সৃজিত। তাঁর পরিচালিত গল্পদুটি হল ‘ফরগেট মি নট’ ও 'বহুরূপী'। ‘ফরগেট মি নট’ ছবিটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আলী ফজল ও শ্বেতা বসু প্রসাদ। অন্যদিকে 'বহুরূপী' ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে কেকে মেনন এবং বিদিতা বাগকে। একজন মেকআপ আর্টিস্টের জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে তৈরি এই গল্প। অন্যদিকে ‘ফরগেট মি নট’ ছবিটি থ্রিলার।


এই সিরিজের বাকি দুটি পর্ব পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক চৌবে ও ভাষাণ বালা। ‘হাঙ্গামা হ্যায় কিউ বরপা’ ছবিটির পরিচালনা করেছেন অভিষেক চৌবে। এই পর্বে মুখ্য ভূমিকায় দেখা যাবে মনোজ বাজপেয়ী ও গজরাজ রাওকে। ‘স্পটলাইট’ পর্বটি পরিচালনা করেছেন ভাষাণ বালা। ‘স্পটলাইট’ এক টাইপকাস্ট অভিনেতার গল্প যে 'ওয়ান-লুক ভিক' হিসাবে নিজের ভাবমূর্তি ভাঙতে চান। এই পর্বে মুখ্য ভূমিকায় দেখা যাবে  হর্ষবর্ধন কাপুরকে।


প্রথমে সোশ্যাল মিডিয়ায় 'রে'-এর কিছু ঝলক প্রকাশ করেছিলেন সৃজিত। তখন থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল এই সিরিজ নিয়ে। বাঙালি পরিচালকের ওয়েব প্ল্যাটফর্মে এই কাজ দেখার জন্য মুখিয়ে ছিলেন অনেকেই। অবশেষে অপেক্ষায় অবসান ঘটিয়ে জুন মাসেই দর্শকদের কাছে আসছে 'রে'। আজ পরিচালক থেকে শুরু করে মনোজ বাজপেয়ী, আলি ফজন সহ অনেকেই 'রে'-র টিজার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।