দুবাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ঠিক চারদিন পরে ইংল্যান্ড রওনা হয়ে যাচ্ছেন বিরাট কোহলিরা। সাউদাম্পটনে ১৮ থেকে ২২ জুন কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল। সেই ম্যাচেই ঠিক হয়ে যাবে, কারা বিশ্বের সেরা টেস্ট দল। কিন্তু সেই ম্য়াচ যদি ড্র কিংবা টাই হয়? অথবা বৃষ্টিতে ভেস্তে যায়? তাহলে কারা হবে চ্যাম্পিয়ন? কাদের মাথায় উঠবে টেস্টে সেরা দলের শিরোপা, শুক্রবার তা জানিয়ে দিল আইসিসি।


শুক্রবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্লেয়িং কন্ডিশন জানিয়ে দিল আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিল, ড্র বা টাই - দু’টি ক্ষেত্রেই ভারত এবং নিউজিল্যান্ডকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে।


সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোল স্টেডিয়ামে সম্মুখ সমরে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ড। খেলার শর্তাবলী শুক্রবার জানিয়ে দিল আইসিসি। ড্র কিংবা টাই হলে যুগ্ম বিজয়ী হবে ভারত ও নিউজিল্যান্ড। নির্ধারিত পাঁচ দিনের (১৮-২২ জুন) মধ্যে কোনও দিন নষ্ট হলে রিজার্ভ ডে (২৩ জুন) থাকবে। কোনও কারণে ম্যাচে সময় নষ্ট হলে, রিজার্ভ ডে কীভাবে কাজে লাগানো হবে, সে বিষয়ে ম্যাচ রেফারিরা নিয়মিত সেই আপডেট দুই দলের পাশাপাশি মিডিয়াকেও জানাবে। পঞ্চম দিনের শুরুর এক ঘণ্টা আগে আইসিসি সিদ্ধান্ত নেব আদৌ রিজার্ভ ডে-র দিন ম্যাচ গড়াবে কি না! খেলা হবে গ্রেড ওয়ান ডিউক ক্রিকেট বলে।


পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিছু নতুন নিয়ম প্রযোজ্য হবে। থার্ড আম্পায়ার নিজে থেকেই যে কোনও শর্ট রানের রিভিউ করতে পারেন অনফিল্ড আম্পায়ারদের সঙ্গে কথা বলার পর। এই রিভিউ চাওয়ার পরেই পরের বল করার অনুমতি পাবেন বোলার। ফিল্ডিং দলের ক্যাপ্টেন কিংবা আউট হয়ে যাওয়া ব্যাটসম্যান এলবিউব্লিউয়ের রিভিউয়ের ক্ষেত্রে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে পারেন। এলবিউব্লিউয়ের রিভিউয়ের ক্ষেত্রে উইকেট জোনের উচ্চতা খানিক বাড়িয়ে স্টাম্পের ওপর দিকে করা হয়েছে।