‘রাম লখন’-এর রিমেকে দুই রণবীর নায়ক হোন: চান জ্যাকি
ABP Ananda, Web Desk | 30 Jan 2017 01:28 PM (IST)
মুম্বই: এখন তো একের পর এক ছবির রিমেক হচ্ছে। তাহলে এক সময়ের সুপারহিট ছবি ‘রাম লখন’-ই বা বাদ যাবে কেন কিন্তু কারা সবথেকে বেশি মানিয়ে যাবেন রাম লখনের ভূমিকায়? কফি উইথ কর্ণ-এ এই প্রশ্নের জবাবে ‘রাম লখন’-এর প্রকৃত নায়ক জ্যাকি শ্রফ বলেছেন দুই রণবীরের কথা। রণবীর কপূর ও রণবীর সিংহ। জ্যাকির মতে, তাঁর ও অনিল কপূরের ভূমিকায় এই দু’জন দারুণ ফিট করে যাবেন। এখন দুই রণবীর এক সঙ্গে এলে ছবির পর্দা জাস্ট জ্বলে যাবে, তাই না?