নয়াদিল্লি: ডিসেম্বরে মুক্তি পেয়েছে 'সালার: পার্ট ১ -  সিজফায়ার' (Salaar: Part 1 - Ceasefire)। প্রেক্ষাগৃহে দুর্দান্ত ব্যবসা করেছে প্রভাস (Prabhas) অভিনীত এই ছবি। সেই আবহেই আগামী ছবির নাম ঘোষণা করলেন 'রেবেল স্টার' (Rebel Star)। মারুতির পরিচালনায় আসছে প্রভাসের নতুন ছবি 'দ্য রাজা সাব' (The Raja Saab)। 


আসছে প্রভাসের নতুন ছবি 'দ্য রাজা সাব'


রোম্যান্টিক হরর ঘরানার মনোরঞ্জক ছবিতে এবার দেখা যাবে অভিনেতা প্রভাসকে। জনপ্রিয় পরিচালক মারুতির সঙ্গে কাজ করবেন তিনি। 'পিপল মিডিয়া ফ্যাক্টরি' ব্যানারের অধীনে আসবে এই ছবি। গত ২৯ ডিসেম্বরেই নতুন ছবির কথা ঘোষণা করেন পরিচালক। তখন যদিও নাম ঘোষণা হয়নি।


বিশাল স্টারকাস্ট সমেত প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে এটি। তামিল, কন্নড়, মালয়লি, তেলুগু ও হিন্দিতে মুক্তি পাবে এই ছবি। টিজি বিশ্ব প্রসাদে প্রযোজিত, বিবেক কুচিবোতলা সহ-প্রযোজিত, 'দ্য রাজা সাব' একটি আগাগোড়া মনোরঞ্জক ছবি হতে চলেছে যেখানে ফের 'massy' লুক ও চরিত্রে ফিরছেন তিনি। 


ছবির সঙ্গীত পরিচালনায় দায়িত্ব নিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক থমন এস। তাঁর জনপ্রিয় কাজ ২০২০ সালের 'আলা বৈকুণ্ঠপুরমালু', এবং 'ওজি'র ভাইরাল 'হাঙ্গি চিতাহ্'। এদিন 'দ্য রাজা সাব' ছবির পোস্টারও আসে প্রকাশ্যে। 


 






চলচ্চিত্র পরিচালক মারুতি একাধিক সুপারহিট পারিবারিক ছবির জন্য বিখ্যাত। ফ্যামিলি এন্টারটেনার 'প্রতি রোজু পানডাগে', প্রথম তেলুগু হরর কমেডি 'প্রেমা কথা চিত্রম' ও রোম্যান্টিক কমেডি ছবি 'মহানুভবুডু'র মতো হিট ছবি উপহার দিয়েছেন তিনি। 'দ্য রাজা সাব' ছবির সম্পর্কে পরিচালক বলেন, 'আমার এখনও পর্যন্ত সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট 'দ্য রাজা সাব'। প্রভাস ও পিপল মিডিয়া ফ্যাক্টরির সঙ্গে কাজ করা আমার জন্য উভয় সম্মানের ও পরিচালক হিসেবে উত্তেজনার। প্রভাসের সঙ্গে কাজ করা বিশেষভাবে আনন্দের কারণ তাঁর বৈদ্যুতিক উপস্থিতি আমাদের হরর গল্পের সঙ্গে মিশে দর্শকদের নিশ্চিতভাবে অবাক করবে।'


আরও পড়ুন: Emraan Hashmi: ক্যান্সার যুদ্ধে জয়! 'সুপারহিরো' ছেলের জন্য লিখলেন বই, কঠিন সময়ের স্মৃতিচারণ এমরানের


ডিসেম্বরেই ঘোষণা করা হয়েছিল ছবির নাম পোঙ্গলের সময় ঘোষণা করা হবে। সেই কথা অনুযায়ী আজ প্রকাশ্যে এল প্রভাসের প্রথম লুক ও নাম। পরিচালক সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন এই ছবি সম্পর্কে বিস্তারিত তথ্য। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।