নয়াদিল্লি: ২০১৭ সালে চার হাত এক, তারপর ২০২১ সালে চলার পথ আলাদা। দক্ষিণের তারকা অভিনেতা নাগা চৈতন্য (Naga Chaitanya) ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। এবার সোশ্যাল প্ল্যাটফর্ম রেডিটের একটি পোস্ট তৈরি করল নতুন গুঞ্জন। বিচ্ছেদের পর নাগা চৈতন্যের সঙ্গে যে ছবি 'আর্কাইভ' করে ফেলেছিলেন অভিনেত্রী তা ফের 'আনআর্কাইভ' (unarchive) করেছেন সামান্থা, রেডিটের একটি পোস্টে দাবি তেমনই। সম্পর্কে কি তবে প্রলেপ পড়ছে?
নাগা চৈতন্যের সঙ্গে ছবি 'আনআর্কাইভ' করলেন সামান্থা? জোড়া লাগছে সম্পর্ক?
সম্প্রতি রেডিটে হওয়া একটি পোস্ট বেশ উত্তেজনা গুঞ্জন তৈরি করেছে সোমবার সামান্থা রুথ প্রভুর অনুরাগীদের মধ্যে। সেই পোস্ট অনুযায়ী, সামান্থা তাঁর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের ২০১৭ সালের জন্মদিনে করা একটি রোম্যান্টিক পোস্ট 'আনআর্কাইভ' করেছেন ইনস্টাগ্রামে, অর্থাৎ যে কোনও ইনস্টা ব্যবহারকারী এখন সেই পোস্ট দেখতে পাচ্ছে। আর এই খবর প্রকাশ্যে এল যখন অনলাইনে অন্য গুঞ্জন চলছে যে নাগা চৈতন্য নাকি বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে। তাহলে কী এমন হল?
তবে আসল ব্যাপার অন্য। জানা যাচ্ছে সামান্থা নাকি কোনও পোস্টই ফিরিয়ে আনেননি। যে পোস্ট নিয়ে এত উত্তেজনা, তা ২০১৭ সালের। ছবিটি তাঁদের বিয়ের দিনের যা পোস্ট করে ২০১৭ সালে নাগা চৈতন্যকে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, 'শুভ জন্মদিন আমার সবকিছু, আমি শুভেচ্ছা জানাই না, আমি প্রার্থনা করি প্রত্যেকদিন যেন ঈশ্বর তোমার মনের ইচ্ছা মতো সবকিছু তোমাকে দেন। সবসময় ভালবাসি।' নাগা চৈতন্যের গালে চুম্বন আঁকছেন অভিনেত্রী, দেখা যাচ্ছে ছবিতে।
২০২১ সালের শেষের দিকে বিচ্ছেদের কথা ঘোষণা করার আগে সামান্থা নিজের প্রোফাইল থেকে চৈতন্যের সঙ্গে আপলোড করা প্রায় সব ছবিই সরিয়ে ফেলেছিলেন। কিন্তু খুব সম্ভবত এই নির্দিষ্ট ছবি 'আর্কাইভ' করতে তিনি ভুলে গিয়েছিলেন। এই সপ্তাহান্তে তা কিছু অনুরাগী খুঁজে পেয়ে ভেবেছেন অভিনেত্রী সেই ছবি 'ফিরিয়ে এনেছেন'।
যদিও এই ছবিতে নিয়মিত কমেন্টের বহর দেখে বোঝা যাচ্ছে স্পষ্ট যে টাইমলাইন থেকে পোস্টটি কখনও ডিলিটই করা হয়নি। এই এক বছরের বেশি সময় ধরে ওই ছবিতে নিয়মিত কমেন্ট করে চলেছেন অনুরাগীরা, তাতেই প্রমাণিত যে ছবিটা সরানোই হয়নি। যদিও তাতে অনুরাগীদের আশা কমছে না। অনেকেই তাঁদের পুনর্মিলনের ইচ্ছা জানিয়ে কমেন্ট করেছেন। একজন লিখলেন, 'হঠাৎই এই পোস্ট আমার ফিডে এল। আমি ভাবলাম কোনও ফ্যানপেজ কিন্তু না এটা তো স্যামের প্রোফাইল।' অপর একজন লেখেন, 'আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তাঁরা ফের দম্পতি হিসেবে ফিরে আসেন।' আবার একজন লেখেন, 'আমি ভীষণভাবে তোমাদের ফের একসঙ্গে দেখতে চাই... একসঙ্গে তোমাদের দারুণ মানায়।'
সামান্থার পোস্টে নিয়মিত কমেন্টের বন্যা। ছবি: সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম
২০১০ সালে গৌতম মেননের 'ইয়ে মায়া চেসাভে' ছবির সেটে প্রথম আলাপ হয় সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের। সেই ছবিতে নাগার সঙ্গে সিনেমায় ডেবিউ করেন স্যাম। এছাড়া তাঁরা একসঙ্গে 'অটোনগর সুরিয়া' (২০১৪), 'মনম' (২০১৪), 'মজিলি' (২০১৯) ছবিতে কাজ করেছেন। ২০১৮ সালের জাতীয় পুরস্কারপ্রাপ্ত 'মহনতি' ছবিতেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। ২০১৭ সালের অক্টোবর মাসে বিয়ে করেন সামান্থা ও চৈতন্য। ২০২১ সালের অক্টোবর মাসে তাঁরা বিচ্ছেদের কথা ঘোষণা করেন।
আরও পড়ুন: Taapsee Pannu: গণেশ চতুর্থীর দিনই ৩.৫ কোটির বিলাসবহুল মার্সিডিজ কিনলেন তাপসী পান্নু
প্রসঙ্গত, সামান্থা আপাতত কাজের থেকেও সাময়িক বিরতি নিয়েছেন 'মায়োসাইটিস' ধরা পড়ার পর। অন্যদিকে চৈতন্যকে ঘিরে তৈরি হয়েছে দ্বিতীয় বিয়ের গুঞ্জন অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে। যদিও ঘনিষ্ঠ সূত্রের খবর, বিয়ের গুঞ্জন সম্পূর্ণই মিথ্যা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial