মুম্বই: মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে বুধবার শেষরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় মরাঠি অভিনেত্রী রিমা লাগুর। অভিনেত্রীর আচমকা মৃত্যুতে টুইটারে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বড়পর্দা এবং ছোটপর্দা দুজায়গাতেই রিমা তাঁর অভিনয় দিয়ে মানুষের মনে ছাপ রেখে ছিলেন, মন্তব্য মোদীর।
আজ প্রধানমন্ত্রীর দফতরের তরফে তাদের টুইটার হ্যান্ডেলে একটি শোকবার্তা প্রকাশ করা হয়। বহু হিন্দি এবং মরাঠি ছবিতে কাজ করতে দেখা গেছে রিমাকে। নাটক দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু। বর্তমানে তিনি 'নামকরণ' নামে ছোটপর্দার একটি সিরিয়ালে কাজ করছিলেন। রুপোলি দুনিয়াতে তিনি নিরুপা রায়ের মতো নায়ক-নায়িকার মায়ের চরিত্রেই মূলত অভিনয় করতেন। তাঁকে শাহরুখ, সলমন, মাধুরী, সঞ্জয়, অক্ষয় কুমারের মায়ের চরিত্রে বহু হিন্দি ছবিতেই দেখা গিয়েছে।
রিমা লাগুর মৃত্যু দুঃখজনক, টুইটারে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 May 2017 01:49 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -