মুম্বই:  অভিনেত্রী রেখা গ্ল্যামার দুনিয়া থেকে সরে গেছেন বহুদিন। তবে মাঝেমধ্যে ধ্রুব তারার মতো ঝলসে উঠেছেন। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন, যা নিয়ে সকলেরই কৌতূহল অসীম, তা থেকে গেছে আড়ালেই। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত কোনও সাক্ষাৎকারই দিতে দেখা যায়নি রেখাকে। তবে সম্প্রতি রেখার আত্মজীবনী নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে। সেখানে অভিনেত্রীর জীবনের সমস্ত বিস্তারিত তথ্য তাঁর ভক্তদের সামনে এসেছে। আত্মজীবনী নিয়ে লেখা বইতে সামনে এসেছে তাঁর সঙ্গে অভিনেতা অমিতাভ বচ্চনের সম্পর্ক, জয়ার সঙ্গে তাঁর সম্পর্কের শীতলতার কথাও।

বইটির নাম রেখা:দ্য আনটোল্ড স্টোরি। বইতে মূলত অভিনেত্রীর জীবনের বিভিন্ন বিতর্কিত মুহূর্তের কথা সামনে এসেছে। বইটি লিখেছেন ইয়াসের উসমান।

বইতে লেখক সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সেইমুহূর্তের কথা, যখন ঋষি কপূর-নিতু সিংহের বিয়েতে রেখা আচমকাই সিঁদুর পরে আসেন। এবং সেই দৃশ্য দেখে সেখানে উপস্থিত অতিথি ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা স্বাভাবিকভাবেই ভাবতে শুরু করেন, রেখা হয়তো গোপনে বিয়ে সেরে ফেলেছেন। এমনকি ওই পার্টিতে রেখা অবলীলায় অমিতাভের সঙ্গে গিয়ে গল্প করতে শুরু করেন, যার জেরে মারাত্মক ক্ষুব্ধ হন জয়া বচ্চন।

বইতে উল্লেখ করা হয়েছে এই অফস্ক্রিন সিলসিলার প্রভাবে বিচ্ছেদের কালো মেঘ দেখা যায় অমিতাভ-জয়ার সংসারেও। সেজন্য সেইসময় বিগ বি-কে রেখার সঙ্গে বিভিন্ন ছবিতে অভিনয় করতেও বাধা দেন জয়া।

আত্মজীবনীতে উল্লেখ করা হয়েছে ১৯৭৮ সালে স্টারডাস্ট ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে রেখা, তাঁর এবং বিগ বি-র সম্পর্কে এক অতি গোপন কথা ফাঁস করেছিলেন। সেখানে তিনি তাঁর সঙ্গে বিগ বি-র সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হিসেবে জয়াকেই দায়ি করেছিলেন। তিনি আত্মজীবনীতে কোনও এক পুরস্কার প্রদানকারী রাতের কথা উল্লেখ করে বলেন, সেখানে তিনি জয়াকে উদ্দেশ্য করে একটি কবিতা বলেছিলেন। দর্শকরা ভেবেছিলেন অমিতাভকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেকথা। তিনি আরও বলেন ‘মুকাদ্দার কা সিকান্দার’-এ তাঁর এবং অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্য দেখে অঝোরে কেঁদেছিলেন জয়া। তারপর রেখা এবং বিগ বি-র দূরত্ব বাড়তে থাকে। অমিতাভ সিদ্ধান্ত নেন, রেখার সঙ্গে আর কোনও ছবি না করার ব্যাপারে। তবে বিগ বি নিজে এই সিদ্ধান্তের কথা কোনও দিনই নিজে মুখে জানাননি রেখাকে।

এই ঘটনার তিন দশক পর নিজের আত্মজীবনীতে ব্যক্তিগত জীবনের এমনই না না কথা নিয়ে সকলের সামনে এসেছেন রেখা।