কলকাতা: অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনা ঘিরে বিতর্ক দানা বাঁধছে। এই অবস্থায় তাঁর অভিনীত সিনেমা ‘খোঁজ’-এর মুক্তি এক সপ্তাহ স্থগিত রাখা হল। উল্লেখ্য, গতমাসে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় বিক্রমের সঙ্গী তথা মডেল সোনিকা চৌহানের। জখম হয় বিক্রম। 'খোঁজ'-এর পরিচালক অর্ক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সিনেমার মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন। আগামী ২৬ মে সিনেমার মুক্তি পাওয়ার কথা ছিল। এখন স্থির হয়েছে, সিনেমাটি এক সপ্তাহ পর ২ জুন মুক্তি পাবে। দু্র্ঘটনা জনিত ট্রমা কাটিয়ে বিক্রম যাতে সিনেমার স্পেশ্যাল স্ক্রিনিংয়ে হাজির থাকতে পারেন সেজন্যই এই সিদ্ধান্ত। অর্কর আশা, খুব শীঘ্রই মানসিক বিপর্যয় কাটিয়ে উঠবেন বিক্রম।
পরিচালক অনীক দত্তর বহু প্রতিক্ষিত ‘মেঘনাদ বধ রহস্য’ সিনেমাতেও অভিনয় করেছেন বিক্রম। জুলাইয়ের মাঝামাঝি এই সিনেমা মুক্তি পেতে চলেছে।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিক্রমের গাড়ি দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউতে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল।
বিক্রমের সিনেমার মুক্তি পিছোল
ABP Ananda, web desk
Updated at:
12 May 2017 08:34 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -