ঋদ্ধিমানের অসাধারণ ইনিংস, ৭ রানে জয় পঞ্জাবের
Web Desk, ABP Ananda | 12 May 2017 12:08 AM (IST)
মুম্বই: অ্যাওয়ে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ রানে হারিয়ে এবারের আইপিএল-এর প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখল কিংস ইলেভেন পঞ্জাব। জয়ের নায়ক ঋদ্ধিমান সাহা। ওপেন করতে নেমে ৫৫ বলে ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলেন বাংলার এই উইকেটকিপার-ব্যাটসম্যান। কিয়েরন পোলার্ড ২৪ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না। এই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। পঞ্জাবের ইনিংসের শুরুটা দুর্দান্ত করেন ঋদ্ধিমান ও মার্টিন গাপটিল (৩৬)। অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল করেন ৪৭ রান। ৩ উইকেটে ২৩০ রান করে পঞ্জাব। বড় রান করেও অবশ্য সহজে জয় পায়নি পঞ্জাব। শেষপর্যন্ত লড়াই করে মুম্বই। লেন্ডন সিমন্স (৫৯) ও পার্থিব পটেল (৩৮) শুরুটা দারুণ করেন। শেষ ওভারে জয়ের জন্য মুম্বইয়ের দরকার ছিল ১৬ রান। মোহিত শর্মার দ্বিতীয় বলে ছক্কা মেরে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেও, তারপর পরপর তিন বলে রান নিতে না পেরে দলকে ডোবালেন পোলার্ড। শেষ বলে তিনি এক রান নেন। ফলে জয় পায় পঞ্জাব।