ডায়ান্ড্রা সোরস, বিগ বস-৮ এর সেই প্রতিযোগীকে মনে আছে? ছবি দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jan 2018 06:38 PM (IST)
1
ডায়ান্ডার সব ছবিই ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
2
তাঁর হট ছবিগুলি ঝড় তুলেছে।
3
ডায়ান্ড্রা একাধারে মডেল, ফ্যাশন ডিজাইনার, টিভি সঞ্চালক।
4
বিগ বস-৮ এ আরেক প্রতিযোগী গৌতম গুলাটির সঙ্গে তাঁর 'ঘনিষ্ঠতা' দর্শক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছিল।
5
ভক্তদের আব্দার মিটিয়ে সোস্যাল মিডিয়ায় নিজের নিত্যনতুন ছবি পোস্ট করেন তিনি।
6
কাজ করেছেন মধুর ভান্ডারকরের ছবি ফ্যাশন-এও।
7
ডায়ান্ড্রা বিগ বস ৮-এ ছিলেন। তখন তিনি মাথা মুড়িয়েছিলেন।
8
নামী ফটোগ্রাফার অমিত খন্নার লেন্সে ধরা পড়েছে ডায়ান্ড্রার বেশ কিছু খোলামেলা ছবি।
9
সোস্যাল মিডিয়ায় নিজের হরেক রকম ছবি পোস্ট করে পরিচিত মুখ তিনি।
10
ইনি ডায়ান্ড্রা সোরস। বিগ বসের প্রাক্তন প্রতিযোগী।