জীবরান খান সিনেমা না করলেও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল অবাক করে দেওয়ার মতো। ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ২ লক্ষ ফলোয়ার। দেখে নিন সেই ছবি-
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পর্দার কৃশ জানান, অডিশন দিয়েই সুযোগ পেয়েছিলাম। এটা নিয়ে মিথ্যের কোনও জায়গা নেই। এখনও আমাকে প্রশ্ন করা হয় কভি খুশি কভি গমে কাজের অভিজ্ঞতা কেমন। আমি উত্তর দিতে ক্লান্ত হইনা। কিন্তু এবার একটা নতুন পরিচয় চাই।