পানাজি: স্বেচ্ছাসেবী সংগঠন রণরাগিনীর আবেদনে সাড়া দিয়ে সরকারি বাস থেকে সানি লিওনের কন্ডোমের বিজ্ঞাপন সরিয়ে দিতে নির্দেশ দিল গোয়ার মহিলা কমিশন। সরকারি বাস পরিবহণ সংস্থা কদম্ব ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড বা কেটিসিএল-কে এই নির্দেশ দিয়েছে তারা। কেটিসিএলের বাসে আগে গোয়া সরকারের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিজ্ঞাপন দেখা যেত, থাকত মুখ্যমন্ত্রীর ছবি। কিন্তু গোয়া বিধানসভা ভোটের জন্য আদর্শ আচরণবিধি জারি হওয়ায় সেই সব বিজ্ঞাপন সরিয়ে দেওয়া হয়েছে, এসেছেন কন্ডোম সহ সানি লিওন।
রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান বিদ্যা তানাভাড়ে জানিয়েছেন, রণরাগিনী স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে কেটিসিএল-কে তাঁরা নোটিশ দিয়েছেন, একই নোটিশ গিয়েছে সব জেলা কালেক্টরদের কাছে। বাস সহ সমস্ত জনবহুল এলাকা থেকে ওই বিজ্ঞাপন সরিয়ে নিতে বলা হয়েছে। এ জন্য কোনও সময় নির্দিষ্ট করে না দেওয়া হলেও বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে নিতে হবে ওই বিজ্ঞাপন।
প্রকাশ্যে কন্ডোম ও গর্ভনিরোধক ওষুধের বিজ্ঞাপন মহিলাদের অস্বস্তিতে ফেলে অভিযোগ করে মহিলা কমিশনের দ্বারস্থ হয় রণরাগিনী স্বেচ্ছাসেবী সংস্থা। তারা অনুরোধ করে, মহিলাদের মর্যাদা রক্ষার খাতিরে কদম্ব বাস ও অন্যান্য সরকারি এলাকা থেকে ওই বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হোক। কেটিসিএলের অবশ্য বক্তব্য, মুম্বইয়ের একটি এজেন্সির মাধ্যমে তারা বাসে কন্ডোমের বিজ্ঞাপন লাগানোর অনুমোদন পেয়েছে। ওই এজেন্সিকে বলা হয়, তামাকজাত দ্রব্য ও ড্রাগের বিজ্ঞাপন বাসে দেওয়া যাবে না। কিন্তু নিষিদ্ধ বিজ্ঞাপনী সামগ্রীর তালিকায় কন্ডোম নেই।