মুম্বই: বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় অভিযোগের তির বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে। আদালতে যেমন আইনি লড়াই চলছে, তেমনই সোশ্যাল মিডিয়াতেও সুশান্তের অনুরাগীদের আক্রমণের মুখে পড়েছেন রিয়া। এরই মধ্যে প্রকাশ্যে এল তাঁর পুরনো একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে।
চলচ্চিত্র নির্মাতা মহেশ ভট্টর ছবি ‘জলেবি’-র প্রচারের অনুষ্ঠানে প্রেম-ভালবাসা সম্পর্কে নিজের মতপ্রকাশ করেছিলেন রিয়া। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিওতে রিয়াকে বলতে দেখা গিয়েছে, ‘প্রেমের সম্পর্কে এক-দেড় বছর পরেই লোকজন একে-অপরের সঙ্গে মারামারি শুরু করে দেয়। প্রেমিক-প্রেমিকার সম্পর্ক কয়েকমাস পরেই বদলে যায়। তবে এখন প্রেমের বিষয়ে আমার মত বদলে গিয়েছে। কারণ, বর্তমান সময়ে প্রেম খাঁটি ও গভীর। এই কারণেই আমার মনে হয়, সারাজীবনই হয়তো একা থেকে যাব।’
সুশান্তের মৃত্যুর জন্য অনেকেই বলিউডে স্বজনপোষণকে দায়ী করেছেন। রিয়ার সঙ্গে মহেশের সম্পর্ক নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। রিয়ার মতোই সুশান্তের অনুরাগীদের নিশানায় মহেশ। কয়েকদিন আগেই তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার তাঁদের ভিডিও ভাইরাল।
কয়েকমাস পরেই বদলে যায় সম্পর্ক! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রিয়া ও মহেশ ভট্টর পুরনো ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Aug 2020 06:51 PM (IST)
রিয়ার মতোই সুশান্তের অনুরাগীদের নিশানায় মহেশ।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -