ট্রেন্ডিং

পরীক্ষার্থীদের পাশে কলকাতা মেট্রো, আগামী রবিবার বিশেষ পরিষেবার ঘোষণা

বাড়িতেই গুরুতর জখম লস্কর-ই-তৈবার সহ প্রতিষ্ঠাতা আমির হামজা

বালুচিস্তানের পর সিন্ধ নিয়েও নাস্তানাবুদ পাকিস্তান, মন্ত্রীর বাড়িতে হামলা-গুলি

'চন্দনবাবুকে কাজ করতে দিচ্ছেন না, এ আবার কী !' পুলিশে 'গ্রুপবাজি' নিয়ে প্রশাসনিক সভায় সরব মুখ্যমন্ত্রী

সুকান্ত পত্নীর বিরুদ্ধে জাতীয় নির্বাচনে কমিশনে নালিশ
'আসল সমস্যা লুকিয়ে রয়েছে নবান্নের ১৪ তলায়, কালীঘাটের খাটের তলায়',মন্তব্য চাকরিহারা শিক্ষকের
স্ট্যাচু অফ ইউনিটির নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে সিআইএসএফ-কে, থাকবেন ২৭২ জন জওয়ান
দেশে করোনা সংক্রমণের জেরে গত কয়েকমাস ধরে স্ট্যাচু অফ ইউনিটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ রয়েছে।
Continues below advertisement

নয়াদিল্লি: এবার গুজরাতের স্ট্যাচু অফ ইউনিটির নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হচ্ছে সিআইএসএফ জওয়ানদের। আগামী মঙ্গলবার, ২৫ অগাস্ট থেকে মোতায়েন করা হবে ২৭২ জন সিআইএসএফ জওয়ানকে। এ বিষয়ে সম্মতি জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সিআইএসএফ-এর ডিজি রাজেশ রঞ্জনকে এই মর্মে চিঠিও দেওয়া হয়েছে।
দেশে করোনা সংক্রমণের জেরে গত কয়েকমাস ধরে স্ট্যাচু অফ ইউনিটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ রয়েছে। ২ সেপ্টেম্বর থেকে ফের দর্শনার্থীদের প্রবেশ করার সুযোগ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। তার আগেই নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে সিআইএসএফ-কে।
স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেলের মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি। ১৮২ মিটার উচ্চতার এই মূর্তিই বিশ্বের সর্বোচ্চ। চিনের স্প্রিং টেম্পল বুদ্ধ স্ট্যাচু, মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টির চেয়ে অনেকটাই উঁচু স্ট্যাচু অফ ইউনিটি। ২০১৮ সালের ৩১ অক্টোবর সর্দার পটেলের ১৪৩-তম জন্মদিবসে এই মূর্তি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মূর্তি তৈরিতে খরচ হয়েছে ৩,০৫০ কোটি টাকা। পুরো টাকা দিয়েছে গুজরাত সরকার।
২০১৯-এর অগাস্টে একটি বিখ্যাত আন্তর্জাতিক পত্রিকা বিশ্বের সেরা ১০০টি স্থানের তালিকায় রাখে স্ট্যাচু অফ ইউনিটিকে। এ বছরের জানুয়ারিতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ৮টি বিস্ময়কর জায়গার তালিকায় রাখে সর্দার পটেলের মূর্তিকে।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে