নয়াদিল্লি: তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া কম হয়নি। একসময়ের প্রেমিক অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) আত্মহত্যার পর, মাদক মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। পরে অবশ্য মুক্তি পান। অবশ্যই তিনি অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। যে প্রেম পর্ব নিয়ে তিনি এত চর্চিত ও সমালোচিত, অবশেষে সেখান থেকে বেরিয়ে নতুন সম্পর্কে জড়ালেন রিয়া, গুঞ্জন এমনই। সম্প্রতি তাঁর 'প্রেমিক' নিখিল কামাতের (Nikhil Kamath) সঙ্গে দেখা গেল বাইক রাইডে। এরপর ফের একবার রিয়ার প্রেমের চর্চা তুঙ্গে। 


রিয়া চক্রবর্তীর প্রেমজীবন ফের চর্চায়, সুশান্ত-পর্বের ইতি?                                                      


ই-কমার্স সংস্থা জেরোধার প্রতিষ্ঠাতা, কনিষ্ঠতম কোটিপতি নিখিল কামাতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন রিয়া চক্রবর্তী, গুঞ্জন এমনই। মুম্বইয়ের বান্দ্রা এলাকায় বাইক রাইডে দেখা গেল তাঁদের একসঙ্গে। ক্রপ টপ, ডেনিম জিন্সে, ক্রপড ডেনিম জ্যাকেট পরে দেখা গেল অভিনেত্রীকে। অন্যদিকে একেবারে ক্যাসুয়াল পোশাকে ছিলেন নিখিল। দু'জনের মুখেই ছিল কালো মাস্ক। তা সত্ত্বেও খুব তাড়াতাড়িই তাঁদের চিনতে পারেন পাপারাৎজিরা। 


২০১৭ সালে 'মিস ওয়ার্ল্ড' মুকুটজয়ী মানুষী চিল্লরের সঙ্গে সম্পর্কে ছিলেন নিখিল। ২০২১ সাল পর্যন্ত একসঙ্গে থাকার পর সম্পর্কে চিড় ধরে তাঁদের। এরপর রিয়ার প্রেমে পড়েন নিখিল, খবর এমনই। অন্যদিকে মানুষী এখন বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে আছেন বলে খবর। 


 






আরও পড়ুন: Victor Banerjee Hospitalised: বুকে তীব্র অস্বস্তি, হাসপাতালে ভর্তি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, এখন কেমন আছেন?


২০২৩ সালের অক্টোবর মাসে রিয়াকে একটি পার্টিতে নিখিলের সঙ্গে পৌঁছতে দেখা যায়। যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠে অনুরাগীদের। একই গাড়িতে ছিলেন তাঁরা। ৯০০০ হাজার কোটি টাকার সম্পত্তি সমেত নিখিল কামাত ভারতের কনিষ্ঠ ধনকুবেরদের অন্যতম। ২০১৯ সালে আমান্ডা পুরাভাঙ্কারার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তবে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়ে সেই সম্পর্ক। ২০২১ সালে অবশেষে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয় সম্পর্কের ইতি ঘটে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।