Maruti Hatchback Car: ভারতের বাজারে গাড়ি-বাইকের ক্ষেত্রে অনেক অফার দেওয়া হয় আর অগাস্ট মাস পড়তেই একের পর এক অফার শুরু হয়েছে। সাধারণ মানুষ যারা গাড়ি (Maruti Car) কেনেন তাদের অনেক টাকা বেঁচে যায় এই অফারের কারণে। মারুতি ব্যালেনোর সিএনজি ভ্যারিয়ান্ট এবার এই অফারের অধীনে সম্পূর্ণ করমুক্ত হয়েছে। এই গাড়িটি (Maruti Suzuki Baleno) ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট বা সিএসডি থেকে কিনলে কোনও অতিরিক্ত কর ছাড়াই কেনা যাবে।


কাদের জন্য রয়েছে এই সুবিধে


এই ক্যান্টিন স্টোরে মূলত দেশসেবক সৈনিকদের জন্য গাড়ি রাখা হয়। সেনাবাহিনির সদস্যরা যদি এই স্টোর থেকে গাড়ি কেনেন তাহলে তাদের সেই গাড়ির উপর অনেক কম জিএসটি দিতে হবে। যানবাহনের উপর যেখানে ২৮ শতাংশ জিএসটি দিতে হয়, সেখানে সিএসডি থেকে যারা গাড়ি কিনতে পারবেন তাদের কেবলমাত্র ১৪ শতাংশ কর দিতে হবে।


মারুতি ব্যালেনোর সিএনজি ভ্যারিয়ান্ট


মারুতি ব্যালেনোর সিএনজি ভ্যারিয়ান্টে দুটি মডেল রয়েছে। এই গাড়ির ডেল্টা এবং জিটা দুইটি মডেলই ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। মারুতি ব্যালেনোর ডেল্টা সিএনজি মডেলের এক্স শো-রুম দাম ৮.৪০ লাখ টাকা, আর এই গাড়িটি যদি ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট থেকে কেনা হয় তাহলে তাঁর দাম পড়বে ৭ লক্ষ ২৪ হাজার ৯৪২ টাকা। অন্যদিকে মারুতি ব্যালেনোর জিটা মডেলের ক্ষেত্রে যেখানে বাইরের এক্স শোরুম দাম রয়েছে ৯.৩৩ লক্ষ টাকা, সেখানে এই গাড়িটি কেনার দাম পড়বে ৮ লাখ ৭ হাজার ১৮৭ টাকা। সিএসডি থেকে এই গাড়িগুলি কিনে প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা বাঁচানো যেতে পারে।


মারুতি ব্যালেনোর বৈশিষ্ট্য


মারুতি ব্যালেনোতে হেড-আপ ডিসপ্লে রয়েছে। এই গাড়িতে ২২.৮৬ সেমি এইচডি স্মার্টপ্লে প্রো প্লাসের ফিচার্স রয়েছে। এর সঙ্গে গাড়িটি যাতে সঠিকভাবে পার্কিং করা যায়, তাঁর জন্য ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরাও রয়েছে এই প্রিমিয়াম হ্যাচব্যাক মডেলে। গাড়ি চালক ও আরোহীদের নিরাপত্তার জন্য এই গাড়িতে দেওয়া হয়েছে ৬টি এয়ারব্যাগের সেফটি ফিচার্স। মোট ৭টি রঙের ভ্যারিয়ান্টে এই গাড়িটি পাওয়া যাচ্ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Mahindra Thar Roxx: এই দিন থেকেই শুরু থার রক্সের বুকিং, ফিচার্সের খুঁটিনাটি দেখে নিয়েছেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI