ট্রেন্ডিং

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে প্রভাত রায়, হয়েছে অস্ত্রোপচারও! এখন কেমন আছেন?

ভেঙে গেল 'হেরা-ফেরি'-র ত্রয়ীর জুটি, হঠাৎ ছবি থেকে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল!

মঞ্চে উঠে সলমন রুশদির ওপর হামলা, হাদি মাতারকে সাজা শোনাল আদালত

'ঘৃণা করুন, তবু আমি তারকা সন্তানদের লঞ্চ করেই যাব', সাফ জবাব কর্ণের

অভিনয়, গান ছেড়ে অনির্বাণ এবার বৈজ্ঞানিক! পক্ষীরাজের ডিম হাতে গল্প শোনাবেন রূপকথার
আগাম ঢুকে গিয়েছে বর্ষা, গরমের থেকে রেহাই মিলবে আর মাত্র কয়েকটা দিন বাদেই!
'তোমাকে যেন ফিরিয়ে আনতে পারি', মৃত্যুর একমাস পর সুশান্তকে খোলা চিঠি রিয়ার
'আমি জানি, তুমি এখন অনেক শান্তির পরিবেশে আছো। চাঁদ,তারা,ছায়াপথ সবকিছু হাত বাড়িয়ে আমন্ত্রণ জানিয়েছে একজন 'বড়মাপের পদার্থবিদ'কে।'
Continues below advertisement

মুম্বই: একমাস হল সুশান্তসিংহ রাজপুতের মৃত্যুর। কিন্তু ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি এখনও অনেকেই। অভিনেতার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বন্ধ করে দেন তাঁর ঘনিষ্ঠ বান্ধবী রিয়া ও প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে। একমাসের মাথায় হোয়াটসঅ্যাপে ডিপি বদলে ফেললেন রিয়া। রাখলেন তাঁর আর সুশান্তের এক হাসিখুশি ছবি। ইনস্টাগ্রামে করলেন লম্বা পোস্ট। বলা ভাল, সুশান্তের জন্য সুদীর্ঘ চিঠি। তার প্রতিটি লাইন আবেগপূর্ণ।
রিয়া লিখেছেন,
''এখনও আমি মনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছি। আমার হৃদয় যেভাবে অসাড় হয়ে গেছে, তা সারার নয়। তোমার জন্যই ভালবাসার প্রতি বিশ্বাস তৈরি হয়েছে, ভালবাসার শক্তি উপলব্ধি করতে পেরেছি।
তুমি শিখিয়েছিলে, কীকরে ছোট্ট একটা গাণিতিক সমীকরণ জীবনের অর্থ বোঝাতে পারে। আমি তোমার কাছে প্রতিদিন তা শিখেছি।
আমি জানি, তুমি এখন অনেক শান্তির পরিবেশে আছো। চাঁদ,তারা,ছায়াপথ সবকিছু হাত বাড়িয়ে আমন্ত্রণ জানিয়েছে একজন 'বড়মাপের পদার্থবিদ'কে। ...তুমি এখন নিজেই এক শুটিং স্টার (উল্কা)। আমি তোমার জন্য অপেক্ষা করব, আর প্রার্থনা করব তোমাকে যেন আমার কাছে ফিরিয়ে আনতে পারি কখনও।
একজন ভাল মানুষ বলতে যা বোঝায়, তুমি তাই। পৃথিবীর সবথেকে বড় আশ্চর্য। আমি আমাদের দুজনের ভালবাসা ভাষায় প্রকাশ করতে পারছি না।
তুমি খোলা মনে সবকিছু ভালবাসতে। তুমি দেখিয়েছ, আমাদের ভালবাসা কত্ত গভীর।
শান্তিতে থেকো সুশি।
৩০ দিন হল তোমায় হারিয়েছি। কিন্তু সারাজীবন ভালবাসব।
চিরকালীন যোগাযোগ আমাদের...সীমাহীন। ''
গত দেড় বছর ধরেই সুশান্ত-রিয়ার প্রেম নিয়ে বলিউডে চর্চার অন্ত ছিল না। সুশান্তের মৃত্যুর পর থেকেও তাঁদের সম্পর্ক নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। রিয়ার সঙ্গে কি সম্পর্কে টানাপোড়েন চলছিল? কেন মৃত্যুর আগে সুশান্তের ফ্ল্যাট থেকে অন্যত্র থাকতে শুরু করেন রিয়া? নানা প্রশ্ন ওঠে। তাঁকে ম্যারাথন পুলিশি জেরার মুখেও পড়তে হয়।
Continues below advertisement
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে