ইন্দ্রজিৎ চক্রবর্তীর নামের ট্যুইটার হ্যান্ডেলের ট্যুইটে লেখা হয়, মেয়ের ওপর অবিচার কোন বাবা সহ্য করতে পারে। আমার মরে যাওয়া উচিত!
ওই ইন্দ্রজিত চক্রবর্তীর নামে ভুয়ো ট্যুইটার অ্যাকাউন্টে আরও একটি ট্যুইটে লেখা হয়, কোনও প্রমাণ ছাড়াই সারা দেশ রিয়াকে ফাঁসিতে চড়াতে উঠেপড়ে লেগেছে।
।
এর আগে এবিপি আনন্দ যখন এ ব্যাপারে যখন খবর করেছিল, তখন এটা রিয়ার বাবার ট্যুইটার অ্যাকাউন্ট বলে ধরে নেওয়া হয়েছিল। বুম লাইভের তথ্য যাচাইয়ে দেখা যাচ্ছে, তা রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিত্ চক্রবর্তীর ট্যুইটার অ্যাকাউন্ট নয়।
বুম লাইভ তথ্য যাচাই করে দেখেছে, ওই ট্যুইটার অ্যাকাউন্ট রিয়ার বাবা ইন্দ্রজিত্ চক্রবর্তীর নয়।বুম লাইভ জানিয়েছে, ‘ বুম নিশ্চিত হতে পেরেছে অ্যাকাউন্টটি নকল এবং রিয়া চক্রবর্তীর বাবা হিসাবে সেজে রয়েছে। আমরা দেখি ৬ সেপ্টেম্বর ওই অ্যাকাউন্টে একটি রিপ্লাই যেটি দেখায় ওই ব্যবহারকারীর আগে @WeWantRahuI (বড় হাতের হরফে 'I')।’
রিয়াকে সুশান্তের মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় গ্রেফতারের পর জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত।