নয়াদিল্লি: একজন সুস্থ মানুষের কাছে কোভিড-১৯ রোগটি নিঃসন্দেহে ভয়ের। কিন্তু একজন অশক্ত মানুষের কাছে এই রোগটি কতটা দুঃস্বপ্নের তা আমরা অনেকেই কল্পনাও করতে পারি না। কেরলের তিরুঅনন্তপুরমের রাজাজি নগরের বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধের কাহিনিই তার প্রমাণ।
বছর সত্তরের ওই বৃদ্ধ সম্প্রতি করোনাভাইরাসে সংক্রমিত হন। টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। খবর পাওয়ার পরে স্থানীয় হাসপাতালের কর্মীরা তাঁর বাড়িতে উপস্থিত হন। কিন্তু বৃদ্ধ হাসপাতালে যেতে নারাজ। স্ত্রীর হাত আঁকড়ে ধরে তিনি জানান, হাসপাতালে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। কারণ, তাঁর স্ত্রী চোখে দেখতে পান না। মর্মস্পর্শী দৃশ্যটি ট্যুইট করেছেন জনৈক অরুণ জর্জ।


ওই বৃদ্ধ স্বাস্থ্যকর্মীদের বলেন, ’’আমি যদি হাসপাতালে চলে যাই, তা হলে ওঁকে দেখাশোনা করবে কে?‘‘ তাঁর স্ত্রীর করোনা রিপোর্ট অবশ্য নেগেটিভ। স্বামীর সঙ্গে থাকলে তিনিও সংক্রমিত হতে পারেন বলে বৃদ্ধকে বোঝান হাসপাতালের কর্মীরা। কিন্তু বৃদ্ধ নাছোড়। পরে স্বাস্থ্যকর্মীরা তাঁকে প্রতিশ্রুতি দেন, বৃদ্ধ যত দিন না সুস্থ হয়ে উঠছেন, ততদিন তাঁর স্ত্রীর দেখা শোনা তাঁরাই করবেন। এরপর অনিচ্ছা সত্ত্বেও স্ত্রীকে রেখে হাসপাতালে যেতে রাজি হন ৭০ বছর বয়সি বৃদ্ধ।