কলকাতা: আপনার কি আকাশ দেখতে ভাল লাগে? দিনের কোনও একটা সময় কি মহাকাশ নিয়ে ভেবে কাটান! তা হলে আপনার জন্য একরাশ আনন্দ অপেক্ষা করছে। চলতি মাসে মহাকাশের সংসারে বেশ কিছু চমকপদ ঘটনা ঘটতে চলেছে, যা মন ভরিয়ে দেবে।


চলতি মাসের গোড়ায় শনি ও বৃহস্পতির সঙ্গে মিলে ত্রিভুজ গড়ে ফেলেছিল চাঁদ। গত সপ্তাহান্তে মঙ্গলের সঙ্গে জুটি বেঁধেছিল চাঁদ। এই দুই মহাজাগতিক দৃশ্য আপনার চোখ এড়িয়ে গেলেও, মন খারাপ করবেন না। কারণ চলতি মাসেই রয়েছে নানান মহাজাগতিক চমক।


১৩ ও ১৪ সেপ্টেম্বর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাতের আকাশে চোখ ফেললেই দেখতে পাবেন ক্রমশ ক্ষীণজ্যোতির চাঁদ মহাকাশের তৃতীয় উজ্জ্বল গ্রহ শুক্রের সঙ্গে রয়েছে।


১৩ সেপ্টেম্বর একটু ভোরে ঘুম থেকে উঠে পূব আাকাশে তাকান। মিথুনরাশির দুই তারার সঙ্গে একসঙ্গে দেখা দেবে চাঁদ। তবে সেই চাঁদ পুরোপুরি অর্ধচন্দ্রাকৃতি নয়। ২০ শতাংশ অর্ধচন্দ্রের উপরে জ্বলজ্বল করবে পোলাক্স ও জেমিনির মতো উজ্জ্বল দুই তারা।


আর চাঁদের ঠিক নীচে চোখ ফেললেই আপনার কাছে ধরা দেবে শুক্র। চোখ ঘুরিয়ে শুক্রের ঠিক ডানদিকে তাকান, দেখতে পাবেন এম ৪৪-কে। ৫২০ আলোকবর্ষ দূরের এই তারকাপুঞ্জ পৃথিবীর সবচেয়ে কাছের তারকাপুঞ্জ। তারকাপুঞ্জকে স্পষ্ট দেখতে চাইলে অবশ্য দূরবীনের সাহায্য নিতে হবে।


১৩ সেপ্টেম্বর এই সব মহাজাগতিক দৃশ্য দেখার জন্য যদি আপনার হাতে সময় না থাকে তা হলে আরও একটি দিন বোনাস দিচ্ছে মহাকাশ! ১৪ সেপ্টেম্বর চাঁদকে ঠিক একই জায়গায় একই ভাবে দেখা যাবে। এ দিন চাঁদ থাকবে ১৩ শতাংশ অর্ধচন্দ্রাকার।


১৩ ও ১৪ সেপ্টেম্বরের আগে ১১ সেপ্টেম্বর মহাকাশে একটি উল্লেখযোগ্য দিন। আমাদের গ্রহ মণ্ডলের অষ্টম গ্রহ নেপচুন এই দিন প্রদক্ষিণ করতে করতে পৌঁছে যাবে তার বিপরীতমুখী অবস্থানে। অর্থাৎ পৃথিবী ওই দিন চলে আসবে নেপচুন ও সূর্যের মাঝখানে। গোটা বছরের মধ্যে ওইদিন নেপচুন থাকবে সবচেয়ে উজ্জ্বল। ঝলমলে নেপচুনকে আপনি দেখতে পাবেন গোটা রাত ধরে।


তবে হ্যাঁ, নেপচুনের এই ঝলমলে ভাব কিন্তু খালি চোখে ধরা পড়বে না। আপনাকে দূরবীনের সাহায্য নিতে হবে। নেপচুনের নীলাভ আভা যদি পরখ করতে চান, তা হলে চোখ রাখতে হবে টেলিস্কোপে।