মুম্বই : মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হওয়া প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী গতকাল ২৮ দিন বাদে জামিন পেয়েছেন। অভিনেত্রীর আইনজীবী সতীশ মানশিন্ডে তাঁকে ‘বাংলার বাঘিনী’ আখ্যা দিয়েছেন। এও জানিয়েছেন, নিজের হৃতমর্যাদা ফিরে পেতে পাল্টা লড়াইয়ের ঘুরে দাঁড়াবেন রিয়া।
এক মাস জেলে কেমন কাটালেন প্রাক্তন সেনা অফিসারের কন্যা তথা প্রয়াত অভিনেতার বান্ধবী?
আইনজীবী মানশিন্ডের কথায়, ’’এত বছর পরে ব্যক্তিগত ভাবে আমার কোনও মক্কেলকে দেখতে আমি জেলে গেলাম। কারণ তাঁকে হেনস্থা করা হচ্ছিল। কিন্তু ওকে আমি জেলে যে অবস্থায় দেখেছি, তাতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। ও একেবারেই ভেঙে পড়েনি। নিজের খেয়াল রাখত। নিজে যোগাসন করত ও অন্যদেরও ক্লাস নিত। জেলে ও নিজেকে বেশ মানিয়ে নিয়েছিল। এমনকি করোনার জেরে বাইরের খাবার ( বাড়ির খাবার) জেলে ঢুকতে দেওয়া হতো না। জেলের খাবার খেত রিয়া। আর পাঁচজনের সঙ্গে এমনভাবে মিশে থাকত মনে হত ও খুব সাধারণ মানুষ। যুদ্ধক্ষেত্রে মানুষ যেভাবে লড়ে, সেনা পরিবারের মেয়ে হয়ে ও সেভাবেই লড়েছে। সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য ও তৈরি।‘‘
রিয়াকে শুধু জামিনই দেয়নি আদালত। তাঁর বিরুদ্ধে আনা এনসিবি-র যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট। তবে রিয়ার বিরুদ্ধে করা মামলা এনসিবি চালিয়ে যাবে বলেই জানিয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।
সুশান্তের পরিবারের বিরু্দ্ধে সরব হয়েছেন মানশিন্ডে। তিনি বলেছেন, রিয়ার প্রতি সুশান্তের পরিবার খুব প্রতিহিংসাপরায়ণ। প্রসঙ্গত, সুশান্তের বাবার দাবি, রিয়া তাঁর ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন, তাঁর টাকাপয়সাও নয়ছয় করেছেন।
টেলিভিশন চ্যানেলগুলি টিআরপি বাড়ানোর জন্য রিয়াকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন খবর বানিয়ে বানিয়ে দিনের পর দিন দেখিয়ে গেছে বলেও অভিযোগ করেছেন মানশিন্ডে।
রিয়া ‘বাংলার বাঘিনী’ , সাধারণের মতো জেলের খাবার খেয়েছেন, যোগা ক্লাস করিয়েছেন বন্দিদের, জানালেন আইনজীবী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Oct 2020 04:55 PM (IST)
রিয়াকে শুধু জামিনই দেয়নি আদালত। তাঁর বিরুদ্ধে আনা এনসিবি-র যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট। তবে রিয়ার বিরুদ্ধে করা মামলা এনসিবি চালিয়ে যাবে বলেই জানিয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -