সরলতার সুযোগ নিয়ে রিয়াকে ফাঁসানো হয়েছে, ক্ষুব্ধ আলিয়ার মা সোনি রাজদান

আলিয়া ভট্টের মা সোনি রাজদান বলেন, রিয়ার সিনে জগতে উজ্জ্বল ভবিষ্যৎ না হওয়ার কোনও কারণ দেখতে পাচ্ছি না। তাঁর কথায়, রিয়ার জেলে যাওয়ার ঘটনা ভাল করে বুঝিয়ে দিয়েছে কে বা কারা তাঁকে সেখানে পাঠিয়েছিল।

Continues below advertisement
মুম্বই: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর শিরোনামে উঠে আসেন তিনি। মাদক যোগে নামও জড়িয়েছে তাঁর। এবার সেই রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়ালেন আলিয়া ভট্টর মা। অভিনেত্রীর জীবন সংবাদমাধ্যম নষ্ট করে দিয়েছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন গয়না ডিজাইনার ফারহা খান আলি-ও। আলিয়া ভট্টের মা সোনি রাজদান বলেন, রিয়ার সিনে জগতে উজ্জ্বল ভবিষ্যৎ না হওয়ার কোনও কারণ দেখতে পাচ্ছি না। তাঁর কথায়, রিয়ার জেলে যাওয়ার ঘটনা ভাল করে বুঝিয়ে দিয়েছে কে বা কারা তাঁকে সেখানে পাঠিয়েছিল। রিয়ার সরলতার সুযোগ নিয়ে তাঁকে ফাঁসানো হয়েছে। কেন তাহলে আপনি ওঁর সঙ্গে কাজ করবেন না? আমার বিশ্বাস ভাল কাজ করবে রিয়া। উল্লেখ্য, সাক্ষাৎকারে রিয়া জানিয়েছিলেন, ২০২১ এই ফের বড় পর্দায় ফিরবেন তিনি। রুমি জাফরির 'চেহরে' ছবিতে ফের রিয়াকে দেখা যাবে। গত বছর ১৪ জুন মৃত্যু হয় বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। বান্দ্রার অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পবিত্র রিশতার তারকার মৃত্যুতে কম জলঘোলা হয়নি। সুশান্তর মৃত্যুর পর থেকেই তাঁর পরিবার সিবিআই তদন্তের দাবি জানায়। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনার রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেছিলেন সুশান্তের বাবা কেকে সিংহ। রিয়ার বিরুদ্ধে তিনি আর্থিক প্রতারণা, আত্মহত্যায় প্ররোচনা-সহ একাধিক অভিযোগ এনেছিলেন। রিয়া ছাড়াও তাঁর বাবা, মা, ভাই-সহ মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বিহার সরকারের সুপারিশ মেনে সুশান্তের মৃত্যুর তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। পাশাপাশি মাদক যোগের বিষয়ে তদন্ত শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী সহ সুশান্তের বাড়ির কর্মীদের মাদক মামলায় গ্রেফতার করা হয়। তবে রিয়া এবং সৌভিক জামিনে মুক্তি পান।
Continues below advertisement
Sponsored Links by Taboola