অনুরাগ অভব্য আচরণ করলে আদালতে টেনে নিয়ে যেতাম, পায়েলের দাবি উড়িয়ে রিচা চাড্ডা

পায়েলের দাবি, অনুরাগই হুমা কুরেশি, মাহি গিল এবং রিচা চাড্ডার নাম তাঁকে বলেছিলেন। অনুরাগ এসব অভিযোগ অস্বীকার করেছেন।

Continues below advertisement
মুম্বই:পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে রিচা চাড্ডা, হুমা কুরেশির নাম জড়িয়ে ছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ। পায়েলের অভিযোগ ছিল, এঁরাও অনুরাগের যৌন হেনস্থার শিকার। কিন্তু রিচা জানিয়ে দিলেন, অনুরাগ যদি আদৌ এমন কিছু করতেন, তা হলে আদালতে টেনে নিয়ে যেতেন তাঁকে। ইন্সটাগ্রামে রিচা লিখেছেন,’’তিনি কি এইসব ভিত্তিহীন কথা বলেছেন? অনুরাগ যদি এমনটা করে থাকত তা হলে আমি শুধু আইনি নোটিস পাঠিয়ে ক্ষান্ত থামতাম না, আদালত পর্যন্ত টেনে নিয়ে যেতাম। তোমার আদর্শ তোমার কাছে রাখ। ভয় পেয়ে যাওয়ার মতো মানুষ আমি নই। ওই মহিলা আমার বদনাম করার চেষ্টা করছে। তুমি এই ভাবে সাহস দেখাতে থাকলে, সেটা আদতে আমার কেসকেই মজবুত করবে।‘‘ অযথা এবং ভিত্তিহীন ভাবে যৌন হেনস্থার অভিযোগে অনুরাগের সঙ্গে তাঁর নাম জড়ানোয় পায়েলকে আইনি নোটিসও পাঠিয়েছেন রিচা। পায়েলের দাবি, অনুরাগই হুমা কুরেশি, মাহি গিল এবং রিচা চাড্ডার নাম তাঁকে বলেছিলেন। অনুরাগ এসব অভিযোগ অস্বীকার করেছেন। পায়েল প্রসঙ্গে শুধু রিচাই নন, সরব হয়েছেন হুমা কুরেশি, মাহি গিল। হুমা জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে অনুরাগ কখনও খারাপ ব্যবহার করেননি। এমনকী কারও সঙ্গে এধরনের ব্যবহার অনুরাগ করেছেন বলেও তাঁর জানা নেই। অনুরাগের উপর আস্থা প্রকাশ করেছেন মাহি। অনুরাগ কারও সঙ্গে এ ধরনের কথা বলতে পারে বলেও তিনি বিশ্বাস করেন না বলে জানিয়েছেন। রিচার আইনি নোটিস পাঠানো প্রসঙ্গে পায়েল অবশ্য জানিয়েছেন তিনি এঁদের কাউকেই চেনেন না। অনুরাগ তাঁকে ওসব কথা শেয়ার করেছিলেন। তিনি শুধু সেটুকু বলেছেন। ওঁর (রিচা)উচিত অনুরাগকে এ বিষয়ে জিজ্ঞেস করা। শুধু হুমা বা মাহি নন, অনুরাগের পাশে দাঁড়িয়েছেন স্বরা ভাস্বর, রাধিকা আপ্তে, তাপসী পান্নুও।
Continues below advertisement
Sponsored Links by Taboola