জোন্সের মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা বীরেন্দ্র সহবাগও। তাঁর ট্যুইট, ‘ডিন জোন্সের মৃত্যুর খবর পেয়ে আমি শোকাহত। এখনও বিশ্বাস করতে পারছি না। তিনি আমার অন্যতম প্রিয় ধারাভাষ্যকার ছিলেন। আমার অনেক ব্যক্তিগত নজিরের সময় তিনি ধারাভাষ্যকার হিসেবে ছিলেন। তাঁর সঙ্গে অনেক স্মৃতি রয়েছে। তাঁর অভাব অনুভব করব।’ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ডিন জোন্সের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Sep 2020 04:21 PM (IST)
তাঁর মৃত্যুতে ক্রিকেটমহলে শোকের ছায়া নেমে এসেছে।
মুম্বই: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্সের। বয়স হয়েছিল ৫৯ বছর। চলতি আইপিএল-এর ম্যাচগুলির ধারাভাষ্য দেওয়া এবং ম্যাচ বিশ্লেষণ করার জন্য তিনি মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে ছিলেন। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। মেলবোর্নে জন্ম জোন্সের। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট ম্যাচ খেলেন। ৪৬.৫৫ গড়ে তাঁর মোট রান ৩,৬৩১। সর্বোচ্চ স্কোর ২১৬। তাঁর শতরানের সংখ্যা ১১। তিনি ১৬৪টি একদিনের আন্তর্জাতিকে ৬,০৬৮ রান করেন। শতরান সাতটি এবং অর্ধশতরান ৪৬টি। তিনি অ্যালান বর্ডারের সতীর্থ ছিলেন। খেলা ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর মৃত্যুতে ক্রিকেটমহলে শোকের ছায়া নেমে এসেছে।