মুম্বই:  সম্প্রতি টুইটারে এক হিন্দুত্ববাদী সংগঠনের থেকে খুন ও ধর্ষণের হুমকি পান অভিনেত্রী রিচা চাড্ডা। সাধারণত, এধরনের হুমকির সামনে যে কেউ ঘাবড়ে যান। কিন্তু ভয় একেবারেই না পসন্দ অভিনেত্রী রিচা চাড্ডার। তিনি পাল্টা আক্রমণ করেন সেই সমস্ত নেটিজেনদের।

ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া ট্রোলের জবাবে রিচা লিখেছেন,




প্রসঙ্গত, সাম্প্রতিককালে সমাজে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সেই সমস্ত ঘটনাকে মোটেই সমর্থন করেন না রিচা এবং তার যথেষ্ট কড়া ভাষায় সমালোচনাও করেছেন তিনি। তারজন্যে মাঝেমধ্যে অনলাইন পুলিশদের নজরদারি ও রূঢ় আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে।

যদিও এই পুরো বিতর্কের সূত্রপাত গত ৫ মে। সেদিন নিজের টুইটার হ্যান্ডেলে রিচা ঘোষণা করেন, হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকদের হাত থেকে অবিলম্বে মুক্তি দরকার, না হলে কোনও ধর্মকেই বাঁচানো যাবে না। হিন্দিতে রিচা টুইট করেন, ভারতে নিরাপদ নয় হিন্দু ধর্মও। হিন্দুত্ববাদী সংগঠনের ছায়া থেকে এখনই হিন্দু ধর্মকে বের করে আনতে হবে। এই টুইটের পরই সমালোচনার মুখে পড়েন রিচা। তবে এক নেটিজেন সব সীমা লঙ্ঘন করে অভিনেত্রীকে ধর্ষণ ও খুনের হুমকি দিয়েছেন। যদিও ট্রোলের মুখে ভয় পাননি রিচা। তাঁর পাশে দাঁড়িয়েছেন স্বারা ভাস্কর, পরিচালক পূজা ভট্ট। তাঁরা রিচাকে এই ধরনের পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে বলেছেন, এবং টুইটার কর্তৃপক্ষকেও এধরনের অ্যাকাউন্ট হোল্ডারদের ওপর বিশেষ নজর রাখতে বলেছেন।