কলকাতা: এই গল্প সুরে বাঁধা এক অসম বয়সী প্রেমের। এই গল্পকে ঘিরে রয়েছে সানাই আর বাঁশির সুর। আর পর্দায় সঙ্গীতশিল্পীর চরিত্রে অভিনয় করার জন্য সানাই শিখতে হয়েছে অভিনেতাকে। রাধা-কৃষ্ণের প্রেমের অনুসঙ্গে মোড়া এই গল্প মুক্তি পান জন্মষ্টমীর সময়, তেমনটাই চেয়েছিল টিম 'বিসমিল্লা' (Bismillah)। সেই মতোই অগাস্ট মাসেই পর্দায় মুক্তি পাবে এই ছবি। তার আগে, এবিপি লাইভকে নতুন ছবির গল্প শোনালেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)


আপাতত নতুন নাটক হ্যামলেট নিয়ে ব্যস্ত ঋদ্ধি। তার ফাঁকেই 'বিসমিল্লা'-র টিজার মুক্তি। কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন অভিনেতা? ঋদ্ধি বললেন, 'আমার মনে হয়, যদি টিজার দেখে গল্পটা মানুষ বুঝে যান, তাহলে ছবি দেখার আগ্রহ কমে যায়। আমাদের লুকগুলো খুব আকর্ষণীয় হয়েছে। তাছাড়া অনেকদিন পরে একটা গোটা ছবির শ্যুটিং বাইরে। টিজার লেখে মানুষের সেই বিষয়টা বেশ তরতাজা বলে মনে হয়েছে। '


'বিসমিল্লা'-র সৌজন্যে প্রথমবার শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subdhasree Ganguly)-র সঙ্গে জুটি হিসেবে কাজ! ঋদ্ধি বলছেন, 'বাংলায় অসম প্রেমের গল্প একটু কম রুপোলি পর্দায় তুলে ধরা হয়। বিদেশে ছবিতে আমরা প্রচুর এই ধরণের গল্প দেখেছি। 'বিসমিল্লা'-ও বোঝায় প্রেমের কোনও বয়স হয় না। শুভশ্রীদি সহ অভিনেত্রী হিসেবে ভীষণ ভালো। শ্যুটিং করতে গিয়ে এমন অনেক শট দেওয়া হয়েছে যেগুলো আগে থেকে পরিকল্পিত ছিল না। আমি আর শুভশ্রীদি প্রায় প্রত্যেক রোম্যান্টিক শট দেওয়ার পরে হাসাহাসি করতাম। আর শুভশ্রীদির অভিনয় ক্ষমতা দারুণ। এই ছবিতে আমার আর শুভশ্রীদির চরিত্রের সঙ্গে রাধা আর কৃষ্ণের অনুসঙ্গ রয়েছে।'


ঋদ্ধি কৃষ্ণ, শুভশ্রী রাধা, সুরঙ্গনা (Surangana Bandhopadhaya) কী তাহলে রুক্মিণী? হেসে ফেলে ঋদ্ধি বললেন, 'সুরঙ্গনার চরিত্রে একটা চমক রয়েছে। সেটা এখনই বলতে পারব না, মানুষ পর্দায় দেখবেন।' রিয়েল লাইফ প্রেমের সম্পর্ক যাঁর সঙ্গে, মঞ্চে বা পর্দায় তাঁর সঙ্গে অভিনয় করাটা কী কঠিন? ঋদ্ধি বলেন, 'আমাকে আর সুরঙ্গনাকে অভিনয়ের সময় আমাদের সম্পর্কের কথা, বন্ধুত্বের কথা ভুলে যেতে হয়। আমরা যে একে অপরকে চিনি সেটা ভুলে অভিনয় করতে হয়। একে অন্যের সঙ্গে সাবলীল হওয়া অভিনয়ের ক্ষেত্রে যেমন সুবিধার, তেমন মাঝে মধ্যে অসুবিধারও।'


আরও পড়ুন: Sanghasri Sinha Exclusive: 'রোগা হলেই কাঞ্চন মল্লিক, মোটা মানেই সংঘশ্রী, কমেডি ছাড়া অন্য চরিত্রে কেউ ভাবেই না'


'বিসমিল্লা' -তে ঋদ্ধির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল? অভিনেতা বলছেন, 'সবচেয়ে কঠিন ছিল সানাই বাজানোর অভিনয়টা করা। আমি মিউজিক ভালোবাসি, শ্রদ্ধা করি। পর্দায় সানাই বাজানোর অভিনয় করতে গিয়ে যদি ভুল করি, তাহলে সেই শিল্পকে অসম্মান করা হয়। বাঁশি আমি একটু আধটু জানি, কিন্তু সানাই শেখার জন্য কসরৎ করতে হয়েছে বেশ।'


নগরকীর্তন থেকে বিসমিল্লা, ঋদ্ধি মানেই কী ছকভাঙা প্রেমের গল্প? তরুণ অভিনেতার পরিণত, আত্মবিশ্বাসী উত্তর, 'বয়স অনুযায়ী সত্যিই বিভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছি। পরিচালক, প্রযোজকেরাও আমাদের মত তরুণ অভিনেতা অভিনেত্রীদের কেন্দ্রিয় চরিত্র হিসেবে গল্প ভাবছেন। আমরা খোলা খেলার মাঠ পাচ্ছি যাতে আখেরে লাভ হচ্ছে আমাদেরই। অনেক কিছু শিখতে পারছি.. এখনও অনেক শেখা বাকি..'