নয়াদিল্লি: এবার জাতীয় পুরস্কার পেলেন কৌশিক সেনের ছেলে ঋদ্ধি সেন। নগরকীর্তন ছবির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন তিনি।

সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে অতনু ঘোষের ছবি ময়ূরাক্ষী। ছবিটিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেরা অভিনেতা ছাড়াও নগরকীর্তন আরও তিনটি পুরস্কার পেয়েছে। স্পেশাল জুরি অ্যাওয়ার্ড, সেরা পোশাক পরিকল্পনা ও সেরা সাজসজ্জার জন্য স্বীকৃতি পেয়েছে তারা।