কলকাতা: 'আরও একটু দূরে ঠেলে দেওয়া আর আরও একটু কাছে চলে আসার এই রোজকার অভ্যাস একজনের সঙ্গেই গড়ে ওঠে...'। এই কথা আমরা সকলেই হয়তো বিশ্বাস করি বা বুঝি, কেবল গুছিয়ে বলে ওঠা হয় না। আর এই কথাই সুন্দর করে লিখলেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। আজ মাতৃ দিবস (Mother's Day) উপলক্ষ্যে মায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন ঋদ্ধি।


মায়ের জন্য ঋদ্ধির পোস্ট


পাশাপাশি দুটি ছবি। একটিতে অল্পবয়সের অভিনেত্রী রেশমী সেন (Reshmi Sen)। কোলে একরত্তি ঋদ্ধি। পাশের ছবিতে রেশমীর পাশে ঋদ্ধি। উচ্চতায় মাকে ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। নাতিদীর্ঘ পোস্টে কী লিখলেন তিনি?


ঋদ্ধি সেন এদিন লেখেন, 'আরেকটু দূরে ঠেলে দেওয়া আর আরেকটু কাছে চলে আসার এই রোজকার অভ্যাস একজনের সঙ্গেই গড়ে ওঠে, যার জন্য দ্বন্দ্ব চিনতে শেখা, অনুভব করা, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দ্বন্দ্বের নাম হয়তো মা।' তিনি সেই সঙ্গে লেখেন, 'তাই তুমি না থাকলে সকালটা এত মিষ্ট হতো না / তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না।'


 






আরও পড়ুন: Seeds Benefits: চুল পড়ার সমস্যা কমায়, সাহায্য করে বৃদ্ধিতে, কোন কোন বীজ থেকে চুলের যত্ন হবে সবচেয়ে ভাল? 


অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এদিন মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মাকে জড়িয়ে ছেলে। আর ছেলের চওড়া কাঁধে নিশ্চিন্ত মায়ের মুখে চওড়া হাসি। কেবল মন কেমন করতে পারে অভিনেতার ক্যাপশন পড়লে। 


অভিনেতা এই ছবি পোস্ট করে লেখেন, 'সময়ের পার্থক্য এটুকুই... গত বছর এই দিনে মায়ের কপালে লাল টকটকে সিঁদুর ছিল। বাবার চলে যাওয়ায় সবচেয়ে একা হয়ে গেছে আমাদের মা।' সত্যিই তো। যাঁর হাত ধরে জীবনের এতগুলো বছর পার করেছেন, তাঁর চলে যাওয়ায় একা হওয়াই স্বাভাবিক! কিন্তু তা সত্ত্বেও মায়ের মুখে সবসময় চওড়া হাসি, লিখলেন চঞ্চল। তাঁর কথায়, 'তারপরেও মায়ের মুখের এই হাসিটুকু বেঁচে থাক আমৃত্যু... পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা। ভাল থাকুন সকল মা।'