কলকাতা: কলকাতা আর ট্রাম সফর..  এ যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। কলকাতার বুক দিয়ে, মৃদুমন্দ গতিতে এগিয়ে চলা এই যানে যেন প্রাণ রয়েছে। তবে সদ্য একটি সিদ্ধান্তে মনখারাপ সবার। পরিবহণ দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আর গড়াবে না ট্রামের চাকা। আর সেই ট্রামের নস্ট্যালজিয়া মেখেই, ট্রামের ভিতর তোলা একটি ছবি শেয়ার করলেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। এই ছবি তাঁর প্রথম ছবি 'ওপেন টি বায়োস্কোপ'-এর। ছবিতে দেখা ঋদ্ধি, ঋতব্রত, রাজর্ষিদের চেনাই দায়। 


প্রায় ১৫০ বছর পুরনো তাঁদের ইতিহাস। শহরের বুকে কান পাতলে মাঝে মধ্য়েই শোনা যায় তাদের চাকার শব্দ। তবে সময়ের সঙ্গে সঙ্গে, ধীর ধীরে কমেছে তাদের যাতায়াত, বর্তমানে কলকাতার বুকে ২ টি রুটে চলত ট্রাম। একটি রুট ছিল বালিগঞ্জ -ধর্মতলা, অন্য রুটটি ছিল শ্যামবাজার- ধর্মতলা। এবার সেই রুটেও ট্রাম না চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের পরিবহণ দফতর। পরিবহণ মন্ত্রী সদ্যই জানিয়েছেন, এবার থেকে শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য একটি সুসজ্জিত হেরিটেজ ট্রাম চালানো হবে। এখানেই শেষ নয়, পরিবহণ দফতর সূত্রে খবর, ছোটগাড়ির দুর্ঘটনা এড়াতে শহরের বুকে থাকা ট্রামলাইন গুলিও তুলে ফেলারও সিদ্ধান্ত হয়েছে। এই আবহে এখন একটাই প্রশ্ন, কবে কি শতাব্দী প্রাচীন এই ট্রামের জায়গা হবে শুধুই ইতিহাসের পাতায়? আর এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মনখারাপ সকলের। সেইরকম একটা মনখারাপি ছবিই শেয়ার করে নিয়েছেন ঋদ্ধি। 


ট্রামের ভিতর তোলা পুরনো ছবি শেয়ার করে ঋদ্ধি লেখেন, 'আর কয়েকটা ঘুম পেরোলেই দেখা যাবে ট্রাম লাইনে কেটে পড়ে থাকা কলকাতা নামের স্বপ্নের লাশ ' অনেকেই এই পোস্টে লিখেছেন, 'কি সুন্দর লিখেছেন।' অনেকে আবার লিখেছেন, 'সত্যিই তাই'। সোশ্যাল মিডিয়া খুললেই ট্রাম নিয়ে চোখে পড়বে বিভিন্ন ইলাস্ট্রেশন। সবই মনখারাপি। বিভিন্ন পোস্টে, লেখায় অনেকেই শেয়ার করেছেন ট্রাম নিয়ে তাঁদের স্মৃতি। 


 






আরও পড়ুন: Dibyendu Bhattacharya: টলিউড থেকে ভাল ছবির অফার না পাওয়ার আফশোস, দিব্যেন্দু বলছেন, 'বলিউডে দাদাগিরি নেই'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।