কলকাতা: কিডনিতে পাথর জমার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলা ছবির অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। জানা যায়, তাঁর অস্ত্রোপচার করানোর প্রয়োজন রয়েছে। স্বাভাবিকভাবেই অভিনেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে জমতে থাকে নানা বার্তা। অপারেশনের পর এখন কেমন আছেন তিনি? অস্ত্রোপচারের পর নিজের স্বাস্থ্যের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন তিনি। সঙ্গে দিলেন আরও কিছু গুরুত্বপূর্ম বার্তা।
এদিন অভিনেতা ঋদ্ধি সেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দীর্ঘ একটি পোস্ট করেছেন। সঙ্গে হাসপাতালের ডাক্তার এবং নার্সদের সঙ্গে হাসিমুখের ছবিও পোস্ট করেছেন। যেখানে তিনি বলেছেন, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন। তার সঙ্গে অনেক ধন্যবাদ জানিয়েছেন হাসপাতালের ডাক্তার এবং নার্সদের। সঙ্গে এমনটাও জানিয়েছেন যে, হাসপাতালই এমন একটা জায়গা যেখানে কোনও ধর্ম, বর্ণ ভেদাভেদ চলে না। সেখানে মানুষই সব। প্রিয় অভিনেতার সুস্থতার খবরে স্বস্তিতে অনুরাগীরা।
আরও পড়ুন - Aamir Khan: কিরণের সঙ্গে বিবাহবিচ্ছেদের কারণ কি অন্য সম্পর্ক? সত্যিটা এতদিনে জানালেন আমির খান
প্রসঙ্গত, টলিউডে ফের নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন ঋদ্ধি সেন (Riddhi Sen)! কৌশিক পুত্রের বিপরীতে নতুন ওয়েব সিরিজে দেখা যাবে উষসী রায়কে (Ushasi Ray)। 'হইচই'-এর নতুন ওয়েব সিরিজের অভিনেতা অভিনেত্রীদের লুক প্রকাশ পেয়েছে সদ্যই। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের ছবি ভাগ করে নিয়েছিলেন ঋদ্ধি। এরপর ছবিতে তাঁর প্রথম লুকের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। বাদ যাননি উষসীও। তিনিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন নতুন লুকে তাঁর ছবি। পর্দায় ঋদ্ধির চরিত্রের নাম কিঙ্কর। অন্যদিকে উষসীর চরিত্রের নাম পাবর্তী। কোন পথে চালিত হবে পার্বতী আর কিঙ্করের গল্প, সেই উত্তর লুকিয়ে 'সুন্দরবনের বিদ্যাসাগর'-এর গল্পে। এই সিরিজের লেখক অর্কদীপ মল্লিকা নাথ। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন কোরক মুর্মূ। এর আগে 'হইচই'-এর ওয়ের সিরিজ 'রুদ্রবীণার অভিশাপ'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন উষসী চক্রবর্তী। ওই সিরিজে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া রায়, সৌরভ দাস, বিক্রম চট্টোপাধ্যায়। ঋদ্ধির সঙ্গে আরও একটি ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। এখনও এই সিরিজের মুক্তির দিন ঘোষণা করা হয়নি।