কলকাতা: মঞ্চ থেকে শুরু করে জীবনের রঙ্গমঞ্চ... তাঁরা যেন একে অপরের পরিপূরক। ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথের সমীকরণ থেকে শুরু করে বিয়ের ছবি.. বাবা-মায়ের ২৯ বছরের বিবাহবার্ষিকীতে পুরনো স্মৃতি তুলে ধরলেন ছেলে ঋদ্ধি সেন (Riddhi Sen)। সদ্য ছিল কৌশিক সেন (Kaushik Sen) ও রেশমি সেন (Reashmi Sen)-এর বিয়ের জন্মদিন।


পায়ে পায়ে বিয়ের ২৯ বছর পার করে ফেলেছেন কৌশিক ও রেশমি। দুজনেই মঞ্চ থেকে শুরু করে ছোটপর্দা ও বড়পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন। দুই অভিনেতার বিবাহবার্ষিকীতে বাড়িতেই আয়োজন করা হয়েছিল ছোট্ট একটি পার্টির। সেখানে হাজির ছিলেন কৌশিক-রেশমির পারিবারিক কিছু বন্ধুরা। তবে বিবাহবার্ষিকীর শুরুতেই ছেলে ঋদ্ধি তুলে ধরেছেন বাবা-মায়ের মঞ্চ থেকে শুরু করে জীবনের ছবি। 


তিনটি ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন ঋদ্ধি। তার মধ্যে প্রথম দুটি ছবি 'ম্যাকবেথ' মঞ্চস্থ হওয়ার। ২০২১ সালের ছবি সেটি। 'স্বপ্নসন্ধানী'-র নাটক 'ম্যাকবেথ' ভীষণ জনপ্রিয়। সেখানে 'ম্যাকবেথ'-এর ভূমিকায় অভিনয় করেছিলেন কৌশিক আর লেডি ম্যাকবেথের ভূমিকায় রেশমি। সেই নাটকে অভিনয় করতেন ঋদ্ধি নিজেও। তৃতীয় ছবিটি রেশমি ও কৌশিকের বিবাহের। অর্থাৎ ২৯ বছর আগেকার। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে ঋদ্ধি লিখেছেন, 'রঙ্গমঞ্চ জীবন/পর্দার আড়ালে জ্বলে থাকা আঁধারে/আবেগের খোলা পরায় খুঁজে পাওয়া হঠাৎ/মঞ্চের ওপারের শূন্যতা/তবু হাতে রেখে হাত ,অসময়ে করাঘাত/কোনো এক অসহায় বোধের দরজায়l' (কবিতা অপরিবর্তিত)।


সেই সঙ্গে, শুভেচ্ছাবার্তায় ঋদ্ধির কলম বলছে, 'ঘটতে থাকুক আরও অনেক শুভদৃষ্টি মঞ্চের আলো আঁধারে'। মা-বাবাকে নিয়ে চিরকালই দরাজ কমল ঋদ্ধির। সবসময়েই তিনি লিখেছেন বাবা-মাকে নিয়ে নিজের অনুভূতি। তিনি যে কতটা গর্বিত বাবা-মাকে নিয়ে, তাঁদের অভিনয় নিয়ে সবই বারে বারে ফিরে এসেছে ঋদ্ধির কলমে। তিনি নিজে জাতীয় পুরস্কার জিতেছেন.. তবে বারে বারেই অনেক গুণে এগিয়ে রেখেছেন বাবা-মাকে। 


 






আরও পড়ুন: Sonam Kapoor: ৩৫ বছরের পুরনো 'ঘরচোলা' পরে তাক লাগিয়েছেন সোনম, কী বিশেষত্ব এই শাড়ির?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।