মুম্বই: জাহ্নবী কপূর নাকি বলিউডে আসছেন সাইরাত নামে এক ছবির হিন্দি রিমেক দিয়ে, বিপরীতে রয়েছেন শাহিদ কপূরের ভাই ঈশান খাট্টার।
ছবির এক কুচি দৃশ্যও শ্যুট হয়নি, অথচ এখনই ঈশানকে নিয়ে জাহ্নবীর লাভ লাইফ তোলপাড়। কথিত বয়ফ্রেন্ড অক্ষত রঞ্জন নাকি সন্দেহ করছেন, জাহ্নবী আর ঈশানের মধ্যে খুব শিগগিরই প্রেম হয়ে যাবে, তিনি একপাশে পড়ে থাকবেন রস নিংড়ানো আমের আঁটির মত। জাহ্নবী-ঈশান ঘনিষ্ঠতা মোটেই ভাল চোখে দেখছেন না তিনি।
জাহ্নবী ও অক্ষত
তবে জাহ্নবীর সঙ্গে ঈশানের বন্ধুত্ব সত্যিই অন্য কোনও সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে কিনা এখনও জানা যায়নি। যাই হোক, অক্ষত বয়সের তুলনায় খুবই সন্দেহবাতিক বলতে হবে!
কারণ শাহিদের ভাই, জাহ্নবীর সঙ্গে ‘বয়ফ্রেন্ড’ অক্ষত রঞ্জনের ঝামেলা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2017 01:03 PM (IST)
জাহ্নবী ও ঈশান
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -