কলকাতা: কুপ্রস্তাব? অশালীন মন্তব্য? উত্যক্ত করা? সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়, হঠাৎই শিরোনামে অভিনেতা ঋজু বিশ্বাস (Riju Biswas)। কেন? কারণ কিছু স্ক্রিনশট। অভিনেতা বেশ কিছুদিন রুপোলি পর্দা থেকে দূরে রয়েছেন। একটা সময়ে ছোটপর্দার মুখ্যভূমিকায় অভিনয় করলেও, তিনি বর্তমানে অভিনয় থেকে দূরে। তবে ইতিমধ্যেই হঠাৎ সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চা শুরু হয়েছে তাঁকে নিয়ে। বিভিন্ন মহিলা অভিযোগ করছেন, ঋজু বিশ্বাস নাকি তাঁকে মেসেজ করেছেন ফেসবুক মেসেঞ্জারে। প্রমাণস্বরূপ স্ক্রিনশট ও দিয়েছেন অনেকেই। অধিকাংশের ক্ষেত্রেই একই মেসেজ, 'আপনাকে শাড়িতে খুব সুন্দর দেখায়।' (btw you look good in sharee)। কেন বহু মহিলাকে এই একই বার্তা পাঠানো হয়েছে, এ নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। শুধু স্ক্রিনশট নয়, সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে একাধিক মিম ও!

Continues below advertisement

ঘটনার শুরু এক মহিলার অভিযোগ থেকে। তিনি স্ক্রিনশট সহ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ঋজু বিশ্বাস নাকি তাঁকে কুপ্রস্তাব দিয়েছেন। এরপরে বহু মহিলা সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট তুলে পোস্ট করতে থাকেন যে তাঁকেও মেসেজ পাঠিয়েছেন অভিনেতা ঋজু। অধিকাংশ ক্ষেত্রেই এই একই লাই লেখা ইংরাজিতে, 'আপনাকে শাড়িতে খুব সুন্দর দেখায়।' কিন্তু সত্যিই কী এই বার্তা বিভিন্ন সময়ে, বিভিন্ন মহিলাকে পাঠিয়েছেন ঋজু বিশ্বাস? নাকি গোটা বিষয়টাই ভুল বোঝাবুঝি? 

Continues below advertisement

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, ঋজু বিশ্বাস জানিয়েছেন, অনেকেই তাঁকে বলেছিলেন এই বিষয়টা নিয়ে তোলপাড় শুরু হওয়ার পরে, জানিয়ে দিতে যে তাঁর প্রোফাইলটি হ্যাক করা হয়েছে। তবে ঋজু মিথ্যা বলতে পছন্দ করেন না, সেই কারণে তিনি বিষয়টি এড়িয়ে জাননি। ঋজু খোলাখুলি জানিয়েছেন, মেসেজগুলি তিনিই করেছিলেন। তবে এই বিষয়টার মধ্যে অশালীন কিছু দেখতে পাননি তিনি। শাড়িতে কোনও মহিলাকে সুন্দর দেখতে লাগছে, (btw you look good in sharee) এটা বলা তাঁর মনে হয়েছিল প্রশংসাসূচক মন্তব্যই।  কিন্তু কেন এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত তোলপাড় শুরু হল, তাতে বেশ অবাক ঋজু। 

বিষয়টা নিয়ে ইতিমধ্যেই আইনি সাহায্য় নিয়েছেন ঋজু। যে মহিলা তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছিলেন, তাঁর নাম FIR পর্যন্ত দায়ের করা হয়েছে। অভিনেতার বক্তব্য, যদি কারও তাঁর কথা অশালীন বলে মনে হয়, তবে তিনি আইনি সাহায্য নিতেই পারেন। কিন্তু একই মেসেজ একজন ১০০০ জনকেও করতে পারেন, সেই মেসেজ অশ্লীল ও নয়। কেউ যদি স্ক্রিনশট নিয়ে দেখাতে পারেন যে ঋজু তাঁকে নিয়মিত মেসেজ করে উত্যক্ত করেছেন, তাহলে তিনি মেনে নেবেন। কিন্তু ২০১৮ সালে করা কোনও মেসেজের স্ক্রিনশট এখন তুলে পোস্ট করা হচ্ছে, এটা ইচ্ছাকৃতভাবে তাঁর মানহানি করা বলেই মনে করছেন ঋজু। পাশাপাশি অভিনেতা এ ও জানিয়েছেন, ২০১৬ আর ২০২২ সাল, এই ২ বার তাঁর মোবাইল নষ্ট হয়ে গিয়েছিল। ফলে তিনি পরিচিতদের সমস্ত নম্বর হারিয়ে ফেলেছিলেন। সেই সময়ে তিনি অনেক পরিচিত মানুষদের মেসেজ করেই তাঁদের থেকে নম্বর চেয়েছিলেন। তার বাইরে, তিনি কখনও ১টার বেশি মেসেজ কাউকেই করেননি। 

দীর্ঘদিন থেকেই অভিনয় থেকে দূরে অভিনেতা, তাঁর ব্যক্তিগত জীবনেও বেশ কিছু সমস্যা রয়েছে। অভিনেতার মা ক্যানসারে আক্রান্ত। আবার নতুন কাজে, নতুন করে পর্দায় ফিরতে চান অভিনেতা।