ফিরিয়ে দিয়েছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও, স্টিফেন স্পিলবার্গের প্রস্তাব, ভারত ছেড়ে হলিউডে থিতু হতে চাননি ইরফান খান
বুধবার সকালে ট্যুইটে পরিচালক সুজিত সরকার ইরফানের মৃত্যুর খবর জানান। ট্যুইটারে তিনি লেখেন, ‘প্রিয় বন্ধু ইরফান। তুমি লড়েছো, লড়ে গিয়েছ। আমি তোমাকে নিয়ে সবসময় গর্বিত। আবার আমাদের দেখা হবে। সুতপা ও বাবিলের জন্য সমবেদনা রইল। তোমরাও লড়াই করেছ। সুতপা তুমি সর্বস্ব দিয়ে লড়েছ। ওম শান্তি। ইরফান খান তোমাকে স্যালুট’।
ইরফানের মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে।
দীর্ঘদিন ধরেই ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইরফান। শেষপর্যন্ত জীবনের লড়াইয়ে হার মানলেন তিনি।
ইরফানের মৃত্যুর খবর জানিয়ে পরিবারের পক্ষ থেকে আবেগপূর্ণ বিবৃতি দেওয়া হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, ‘আমার আস্থা রয়েছে, আমি আত্মসমর্পণ করেছি’। ২০১৮-তে তাঁর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা জানাতে গিয়ে ২০১৮-তে মর্মস্পর্শী বার্তায় এই শব্দ লিখেছিলেন ইরফান। আর মানুষটা ছিলেন স্বল্পভাষী, তাঁর গভীর চোখে ভাবের নীরব প্রতিফলন দেখা যেত। রূপোলি পর্দায় তাঁর বহু স্মরণীয় সৃষ্টি রয়েছে।
অসুস্থতার সঙ্গে সঙ্গে ইরফানকে বেশ কিছুদিন ধরেই ব্যক্তিগত আবেগপূর্ণ ঘটনাবলীর মধ্য দিয়ে যেতে হয়েছিল। ২৫ এপ্রিল প্রয়াত হন তাঁর মা। করোনাভাইরাজ জনিত লকডাউনের কারণে মায়ের শেষকৃত্যে যোগ দিতে পারেননি তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাকে চিরবিদায় জানিয়েছিলেন বলিউডের এই প্রতিভাধর অভিনেতা।
'চন্দ্রকান্তা' টেলি সিরিয়াল থেকে 'আংরেজি মিডিয়াম',৩০ বছরের অভিনয় কেরিয়ার ইরফানের