অভিনেত্রী সোনালী বেন্দ্রে ও প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে তোলা একটি ছবিতে ঋষির সাদা চুল দেখা যায়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়ে যায়। অনেকেই দাবি করেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণেই এই প্রবীণ অভিনেতার চুল সাদা হয়ে গিয়েছে। তবে ট্যুইটারে চুল সাদা করার ছবি পোস্ট করে ঋষি জানিয়ে দিয়েছেন, নাম না হওয়া একটি ছবির কাজ শুরু করেছেন তিনি। সেই কারণেই চুলের এই রং করতে হয়েছে।
এ মাসের ১ তারিখ ঋষির মা কৃষ্ণা রাজ কপূর প্রয়াত হয়েছেন। কিন্তু শেষকৃত্যে দেখা যায়নি ঋষিকে। এরপরেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা শুরু হয়। যদিও ঋষির ভাই রণধীর কপূর সেই জল্পনা খারিজ করে দেন। কিন্তু তাতেও গুজব বন্ধ হয়নি। ঋষির চুলের রং সেই গুজবে ইন্ধন দিয়েছে।