এবার পুড়ে যাওয়া সেই স্টুডিও নিয়ে কেউ একটি কার্টুন আঁকে। সেই কার্টুন দেখে ক্ষুব্ধ প্রবীণ অভিনেতা, সেটাকে অসুস্থ এবং কুরুচিকর কৌতুক বলে মন্তব্য করেন। মূলত ওই কার্টুনে দুর্ভাগ্যজনক ঘটনাটি বাজে ভাবে আঁকা হয়েছে। কার্টুনে দেখানো হয়েছে আগুনে রাজ কপূরের চরিত্র পুড়ে যাচ্ছে, তাঁর নির্দেশিত প্রথম ছবি আগ-এর লেলিহান শিখায়। একটি জনপ্রিয় কাগজে সেই কার্টুনটি ছাপাও হয়। তারই প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন ঋষি।
১৯৪৮ সালে তাঁর বাবা রাজ কপূর স্টুডিওটি প্রতিষ্ঠা করেন। ১৯৮৮ সালে রাজ কপূরের মৃত্যুর পর স্টুডিওর রক্ষণাবেক্ষণের দায়িত্ব চলে যায় রণধীর কপূরের হাতে।