নিউইর্য়কের সেলুনে 'ববি' সিনেমার গান শুনলেন, ট্যুইটে ভিডিও পোস্ট করে জানালেন ঋষি কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Aug 2019 09:15 PM (IST)
বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কপূর বর্তমানে চিকিত্সার জন্য নিউইয়র্কে রয়েছেন। আর আমেরিকার এই শহরের একটি সেলুনে তাঁর সুপারহিট ববি সিনেমার জনপ্রিয় গান 'ম্যায় শায়র তো নহি' শুনে উচ্ছ্বসিত হয়ে উঠলেন ঋষি।
নিউইয়র্ক: বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কপূর বর্তমানে চিকিত্সার জন্য নিউইয়র্কে রয়েছেন। আর আমেরিকার এই শহরের একটি সেলুনে তাঁর সুপারহিট ববি সিনেমার জনপ্রিয় গান 'ম্যায় শায়র তো নহি' শুনে উচ্ছ্বসিত হয়ে উঠলেন ঋষি। শনিবার ট্যুইট করে ঋষি জানিয়েছেন যে, এক রুশ অনুরাগীর সঙ্গে দেখা হয়েছিল তাঁর। তাঁকে দেখেই ওই অনুরাগী চিনতে পারেন এবং তাঁর জন্য 'ম্যায় শায়র তো নেহি গান' চালালেন। ঋষির ট্যুইট- ‘সেলুনে আমার সিনেমার গান চলছিল। এক রুশ আমাকে চিনতে পারলেন এবং ওই গান চালালেন। ধন্যবাদ সার্গি’। বেশ কয়েকমাস ধরে ঋষি নিউইয়র্কে রয়েছেন। আর কয়েক মাসের মধ্যেই তিনি দেশে ফিরবেন। যখন থেকে ঋষি নিউইয়র্কে রয়েছেন, তখন থেকেই বলিউডের তারকারা তাঁকে দেখে গিয়েছেন। আর সেই ছবি নীতু কপূর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।