নয়াদিল্লি: রাস্তায় খালি পায়ে ১১ সেকেন্ডে ১০০ মিটার দৌড়নো মধ্যপ্রদেশের অনামী অ্যাথলিট রামেশ্বর সিংহকে সাহায্য করার আশ্বাস দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। তাঁর কাছে ওই অ্যাথলিটকে নিয়ে আসা হলে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ট্যুইটারে রামেশ্বরের দৌড়ের ভিডিও পোস্ট করে রিজিজুর উদ্দেশে লেখেন, ‘ভারতে অনেক প্রতিভা আছে। উপযুক্ত সুযোগ ও মঞ্চ পেলে তাঁরা ইতিহাস গড়তে পারেন। এই অ্যাথলিট যাতে দক্ষতায় শান দিতে পারেন, তার জন্য ভারতের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুকে সাহায্য করার অনুরোধ জানাচ্ছি।’ জবাবে রিজিজু লেখেন, ‘শিবরাজজি, কাউকে বলুন ওই অ্যাথলিটকে আমার কাছে নিয়ে আসতে। আমি তাঁকে একটি অ্যাথলেটিক্স অ্যাকাডেমিতে ভর্তি করিয়ে দেব।’

ক্রীড়ামন্ত্রীর এই ট্যুইটের পরেই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘২৪ বছরের রামেশ্বর সিংহকে সবরকমভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। তাঁকে ভোপালের সাই-এ ডাকা হয়েছে। তিনি শীঘ্রই সাই-এ যোগ দেবেন। তাঁকে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে।’