মুম্বই: 'খুব কাছের বন্ধুদের মধ্যে থেকে আরও একজনকে হারিয়ে ফেললেন বাবা। ঋষিজির মৃত্যু আমার বাবার কাছে অত্যন্ত আঘাতের,' ঋষি কপূরের প্রয়াণে মন্তব্য রবীনা টন্ডনের। গত ৩০ এপ্রিল ৬৭ বছর বয়সে মৃত্যু হয় বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কপূরের। তাঁর মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তামাম বলিউড। কেবলই স্মৃতিচারণায় উঠে আসছে তাঁর কথা।
রবীনা টন্ডনের বাবা, চিত্রপরিচালক রবি টন্ডনের খুব কাছের বন্ধু ছিলেন ঋষি কপূর। রবিনার কথায়, 'আমার মনে আছে, কেমন করে বাবা, পঞ্চম আঙ্কেল, রমেশ বেহল আর ঋষিজী একসঙ্গে গল্প করে সময় কাটাতেন। আমি একেবারে ওঁদের চোখের সামনেই বড় হয়ে উঠেছি। খুব কাছের বন্ধুদের মধ্যে থেকে আরও একজনকে হারিয়ে ফেললেন বাবা। ঋষিজীর মৃত্যু আমার বাবার কাছে অত্যন্ত আঘাতের। খুবই ভেঙে পড়েছেন বাবা।'
ঋষি কপূরের সঙ্গে 'খেল খেল মে' থেকে শুরু করে 'ঝুটা কহি কা', 'সাজন কি বন্ধন মে'-র মত একাধিক ছবিতে জুটি বেঁধেছেন রবিনা। গত বছর গণেশ পূজোর সময় শেষবারের মতো ঋষির সঙ্গে দেখা হয়েছিল তাঁর। সেই স্মৃতি মনে করে তিনি বলেন, ' আমি পূজো থেকে প্রায় ফিরে আসছিলাম হঠাৎ শুনলাম চিন্টুজি আসছেন। আমি অপেক্ষা করলাম কারণ চিকিৎসার জন্য নিউ ইয়র্কে ছিলেন তিনি। অনেকদিন তাই তাঁর সঙ্গে দেখা হয়নি। তিনি এসে আরতি করেছিলেন। তারপর আমরা অনেক কথা বলেছিলাম। তখনও ভাবিনি সেটাই আমার শেষ স্মৃতি হবে। তাঁর আত্মা শান্তি পাক।'